গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে

নির্বাচনী এলাকায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে চেক বিতরণকালে এমপি টগর

দর্শনা অফিস: ২০২২-২৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন কর্মসূচির আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দর্শনা পৌর আ. লীগের কার্যালয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর, তিতুদহ, নবগঠিত গড়াইটুপি ও নেহালপুর ইউনিয়নের ৩৫টি ধর্মীয় প্রতিষ্ঠানে ২০ লাখ টাকার চেক বিতরণকালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, মুক্তিযুদ্ধের মহানায়ক, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন দারিদ্র মুক্ত সোনার বাংলা দেশের। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে স্ব পরিবারে হত্যার মধ্য দিয়ে তার সোনালী স্বপ্নকে ধুলিস্বাত করেছিলো গুটি কয়েক কুলাঙ্গার সন্তান। দীর্ঘ ২১ বছর এ দেশের মানুষ তাদের অধিকার থেকে ছিলো বঞ্চিত। বারবার উন্নয়নের নামে ততকালীন ক্ষমতাশীনরা কোটি কোটি টাকা লোপাট করে নিজেদের আখের গুছিয়েছে। জাতীর জনকের সুযোগ্য উত্তরসূরী আ.লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশে উন্নয়নের কাজ চলছে দূর্বার গতিতে। প্রতিশ্রুতিশীল এ সরকার দেশবাসীর কাছে উন্নয়নের যে ওয়াদা করেছিলো সারাদেশে উন্নয়নের মধ্য দিয়ে তা রক্ষা করছে। এরই ধারাবাহিতকায় দেশের বিভিন্ন অঞ্চল্যের দীর্ঘদিনের অবহেলীত সড়ক নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের কর্মসূচি গ্রহণ করেছে। অবহেলীত এ জনপদের আপামর জনতা আমাকে যে ভালোবাসা দিয়েছে, আমি উন্নয়নের মধ্য দিয়ে তার প্রতিদান দিতে চাই। আপনাদের সহযোগিতা পেলে আমি এলাকার উন্নয়নে নিজেকে সর্বদা নিয়োজিত রাখবো ইনশাল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া, জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা মিজানুর রহমান, প্রধান সহকারী আ. হান্নান, আ.লীগ নেতা আলী হোসেন মাস্টার, আব্বাস আলী প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More