চুয়াডাঙ্গার তিতুদহ ও গড়াইটুপি ইউনিয়ন পরিষদে  প্রশাসক নিয়োগ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ (পুনঃগঠিত) ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে আব্দুল হান্নান এবং গড়াইটুপি (নবগঠিত) ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে বিকাশ কুমার সাহাকে নিয়োগ প্রদান করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে তথ্য জানা গেছে। গত ১৯ অক্টোবর স্বাক্ষরিত ওই পত্রে ১২০ দিনের জন্য তাদেরকে নিয়োগ দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। একই সাথে দুটি ইউনিয়নে জন করে মোট ১৮ জন সদস্যকেও নিয়োগ দেয়া হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের পাঠানো প্রস্তাবিত গত ২৮ সেপ্টেম্বর ১২ অক্টোবর ২০২০ তারিখের দুটির চিঠির পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে দুটি ইউনিয়নে প্রশাসক সদস্যদের নির্বাচিত করে পত্র পাঠানো হয়েছিলো। ওই দুটি আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ নিয়োগ প্রদান করেন।
তিতুদহ (পুনঃগঠিত) ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুল হান্নানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সদস্য পদে জন হলেন, মাহতাব উদ্দিন বিশ্বাস, রফিকুল ইসলাম, সেলিম হোসেন, মনির হোসেন, বুলবুলি খাতুন, আজিজুল ইসলাম, মজিবর রহমান, আবুল কাশেম মর্জিনা খাতুন। এরা সকলেই চাকরীজীবী।
গড়াইটুপি (নবগঠিত) ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার সাহাকে নিয়োগ প্রদান করা হয়েছে। সদস্য পদে ৯জন হলেন, মোশারফ হোসেন, আনিছুর রহমান, মতিয়ার রহমান, সন্যাসী কুমার পাল, রেশমা খাতুন, বশির আহমেদ, মজিবর রহমান, শাহিদা পারভীন এনামুল হক। এরা সকলেই চাকরীজীবী
তিতুদহ ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত আব্দুল হান্নান জানান, খবরটি শুনেছি। চিঠি হাতে পেলে শিগগিরই যোগদান করবো। একই কথা বলেন, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের প্রশাসক বিকাশ কুমার সাহা।
প্রসঙ্গত : ২০১১ সালে তিতুদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই পরিষদের মেয়াদ পাঁচ বছরের হলেও নানা টালবাহানা করে স্থানীয়রা নির্বাচন হতে দেয়নি। যেকারণে পরিষদের মেয়াদ দীর্ঘ বছর দীর্ঘায়িত হয়। সম্প্রতি নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফশিল ঘোষণা করা হলে গত ২০ অক্টোবর নির্বাচন সম্পন্ন হয়েছে। নতুন পরিষদ শপথগ্রহণ দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত প্রশাসক এবং সদস্যরা দায়িত্ব পালন করবেন। তবে, তিতুদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন কোনো কারণে না হলে প্রশাসকের মেয়াদ বাড়ানো যাবে

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More