চুয়াডাঙ্গায় আরও তিনজন করোনা ভাইরাস রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ দিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫শ ৩৪ জন। এর মধ্যে মোট সুস্থ ১ হাজার ৪শ ৩৪ জন। বাকি ১শ জনের মধ্যে বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৫৮ জন। মারা গেছেন ৪১ জন। গতকাল মঙ্গলবার নতুন ২৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের হিসেব মতে নতুন ২৫জনেরসহ রিপোর্ট পেতে মোট বাকি ২৬ জনের।
চুয়াডাঙ্গায় মঙ্গলবার যে তিনজন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন তাদের মধ্যে একজন জেলা শহরের টাউন ফুটবল মাঠপাড়ার বাসিন্দা। বাকি দুজনের মধ্যে একজন জাফরপুরের ও অপরজন সরোজগঞ্জের। চুয়াডাঙ্গা জেলা শহরের কেদারগঞ্জ, ঈদগাপাড়া, বাগানপাড়াসহ বেশ কয়েকটি মহল্লায় যেমন রয়েছে করোনা ভাইরাসের উপস্থিতি, তেমনই জেলার প্রত্যন্ত অঞ্চলেও করোনা ভাইরাস রোগীর সন্ধান মিলছে। ফলে শীতে নোভেল করোনা ভাইরাস থেকে নিজেকে সুস্থ রাখতে প্রয়োজন বাড়তি সতর্কতা। বিশেষজ্ঞরা বার বারই বলছেন, মাস্কসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে। এরপরও শহরে এবং গ্রামে স্বাস্থ্যবিধি মেনে চলার নজির মিলছে না।
জানা গেছে, গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে নতুন ৩৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর মধ্যে ৩ জনের পজেটিভ। বাকি ৩৪ জনের নেগেটিভ। গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তদের মধ্যে হাসপাতাল তথা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ১৪ জন। বাড়িতে বা হোম আইসোলেশনে ছিলেন ৪৪ জন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More