চুয়াডাঙ্গায় আরও ২১ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ২১ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১শ ৭৫ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৮শ ৫৯ জন। বর্তমানে জেলায় সক্রিয় রোগী রয়েছেন ২৪৬ জন।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে গতকাল ৫৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। ৫৬ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা ভাইরাস পজিটিভ হয়েছে। এদিন আরও ১৬ জন সুস্থতার ছাড়পত্র পেয়েছেন। গতরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় সক্রিয় রোগী ২৪৬ জনের মধ্যে হাসপাতালে ছিলেন ৩৬ জন, রেফার্ড ৩ জন। বাকি ২০৭ জন নিজ নিজবাড়িতে আইসোলেশনে ছিলেন। নতুন যে ২১ জন শনাক্ত হয়েছেন তাদের মধ্যে সদর উপজেলার ৫ জন, আলমডাঙ্গা উপজেলার ৩ জন, দামুড়হুদা উপজেলার ৯ জন ও জীবননগর উপজেলার ৪ জন। সক্রিয় রোগীর মধ্যে সদর উপজেলার ৬৪ জনের মধ্যে ৫০ জন বাড়িতে, ১৩ জন হাসপাতালে ও একজন রেফার্ড, আলমডাঙ্গা উপজেলার ২১ জনের মধ্যে ১৬ জন বাড়িতে, ৪ জন হাসপাতালে ১ জন রেফার্ড, দামুড়হুদা উপজেলার ১২৫ জনের মধ্যে ১০৬ জন বাড়িতে, ১ জন রেফার্ড, ১৮ জন হাসপাতালে রয়েছেন। জীবননগর উপজেলার ২৬ জনের মধ্যে ১ জন হাসপাতালে, ৩৫ জন বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগ বৃহস্পতিবার নতুন ১৩৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে প্রেরণ করেছে। এ নিয়ে মোট ১০ হাজার ৮শ ৬৫ জনের নমুনা নেয়া হয়েছে। পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে ১০ হাজার ৪শ ৩৬ জনের। এদিকে, সারাদেশে গতপরশু বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ১৯ হাজার ৪শ ৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৫শ ৭৬ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২ হাজার ৬১ জন। মারা গেছেন ৪০ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৯শ ৮৯ জন।
চুয়াডাঙ্গায় যে নতুন ২১ জন শনাক্ত হয়েছে তার মধ্যে সদর উপজেলার ৫ জনের দুজন কোর্টপাড়ার, একজন দক্ষিণ হাসপাতালপাড়ার, একজন হকপাড়ার, একজন পোস্ট অফিসপাড়ার। আলমডাঙ্গা উপজেলার ৩জনের মধ্যে আসমানখালীর ১ জন, ওসমানপুরের একজন ও জামজামির একজন। জীবননগর উপজেলার ৪ জনের মধ্যে একজন পাথিলার, একজন লক্ষ্মীপুরের, একজন নিশ্চিন্তপুরের একজন জীবননগর পৌর এলাকার। দামুড়হুদা উপজেরার ৯ জনের মধ্যে কুতুবপুরের ১ জন, জুড়ানপুরের ১ জন, কোমরপুরের ১ জন, দামুড়হুদার ২ জন, পিরপুুরকুল্লার ১ জন, হোগলডাঙ্গার ২ জন ও হাতিভাঙ্গার ১ জন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More