চুয়াডাঙ্গায় ঢাকা ফেরত এক পরিবারের ৪ জনসহ নতুন ৭ ও মেহেরপুরে ২ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরো ৭ জন কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে স্বাস্থ্যবিভাগ। শুক্রবার (১৯ জুন) ৩৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্টের মধ্যে ৩২ জনের রিপোর্ট এসেছে নেগেটিভ। নোভেল করোনা ভাইরাস পজেটিভ ৭ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরের একই পরিবারের ৪ জন রয়েছেন। এ পরিবারের পুরুষ ঢাকায় একটি এনজিওতে চাকরি করতেন। সম্প্রতি বাড়ি ফিরেছেন। তিনি ও তার স্ত্রীসহ দু সন্তান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাকি ৩ জনের মধ্যে দামুড়হুা মডেল তানার দুজন এবং একজন দুলাল নগদর পুলিশ ফাঁড়ির ইনচার্য। এছাড়া গতকাল চুয়াডাঙ্গার ২০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে। অপরদিকে মেহেরপুর শহরের একটি আবাসিক হোটেল ম্যানেজারের পর এবার হোটেল মালিক কোভিড-১৯ পজিটিভ। একই দিনে শহরের নতুনপাড়ায় ৬৮ বছর বয়সী এক বৃদ্ধ করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। শুক্রবার রাত নয়টা পূর্ববর্তী ২৪ ঘন্টায় ২০ জনের নমুনা পরীক্ষায় ওই দুইজন কোভিড-১৯ পজিটিভ বলে জানায় স্বাস্থ্য বিভাগ। আজকের দুই জন আক্রান্ত নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ জন আর মৃত্যু ৩ জনের। মৃত্যুর পরই তাদের নমুনা পরীক্ষা হয়। চুয়াডাঙ্গা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১শ ৭৬ জন। সুস্থ হয়েছেন ৮৯ জন। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গায় দুজন মারা গেছেন। দর্শনা পৌরসভার দুটি ওয়ার্ড লালজোন হিসেবে চিহ্নিত করে লকডাউন করা হয়েছে। দশনা বাসস্ট্যান্ডের একটি মসজিদের এক ইমাম ও একই পরিবারের তিনজন আক্রান্ত হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More