চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসে ৩ জনসহ উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু : নতুন শনাক্ত ১৫২

সক্রিয় রোগী ১২৬৪ জনের মধ্যে হাসপাতালে ৭৭ জন ও বাড়িতে ১২৬৪ জন : হাসপাতালের হলুদ জোনেও অর্ধশতাধীক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসে সংক্রমিতদের মধ্যে জনসহ উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে রোববার চুয়াডাঙ্গায় আরও ১৫২ জন করোনা ভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন আরও ৪ জন। চুয়াডাঙ্গায় বর্তমানে শনাক্তকৃত সক্রিয় রোগী রয়েছেন ১৩৪১ জন। এর মধ্যে হাসপাতালে ৭৭ জন, বাড়িতে ১২৬৪ আইসোলেশনে রয়েছেন। এ ছাড়াও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হলুদ জোনে ভর্তি রয়েছেন ৬৫ জন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ষূত্রে জানা গেছে, সদর উপজেলার কুন্দিপুর গ্রামের ফজলুল ম-লের কন্যা আল্লাদি খাতুন বেশ কিছুদিন ধরে সর্দি কাশি জ¦রে ভুগছিলেন। তার নমুনা নিয়ে র‌্যাপিড এন্টিজেন টেস্ট করা হয়। ২৬ জুন করোনা ভাইরাস পজিটিভ হয়। গত বৃহস্পতিবার শ^াস কষ্ট বাড়লে সন্ধ্যা ৭টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। করোনা ওয়ার্ডে তথা রেডজোনে ভর্তি করা হয়। গতপরশু শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ৬০বছর বয়সী আল্লাদী খাতুন মারা যান। কুন্দিপুরের শফিকুল ইসলামের ছেলে নজরুল ইসলামের শ^াসকষ্ট বাড়লে শনিবার বিকেল ৫টার দিকে সদর হাসপাতালে নেয়া হয়। রোববার সকাল পৌনে ৮টার দিকে ৬৫ বছর বয়সী নজরুল ইসলাম মারা যান। তারও নমুনা সংগ্রহকরা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে দাফনের অনুমোদন দেয়া হয়য়। দামুড়হুদা উপাজেলার ফকিরপাড়ার মৃত ইউসুফ ম-লের ছেলে গোলাম হোসেনকে শনিবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সর্দি কাশি জ¦র ও শ^াসকষ্ট থাকায় তাকে হাসপাতালের হলুদ জোনে ভর্তি করা হয়। গতকাল রোবাবর সকাল পৌনে ৮টার দিকে ৭০ বছর বয়সী গোলাম হোসেন মারা যান। গতকাল বৃহস্পতিবার তার লাশ স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হয়। দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের নাসির উদ্দীনের স্ত্রী নাজমা খাতুন গতকাল রোববার সর্দি কাশি জ¦র ও শ^াসকষ্ট নিয়ে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সদর হাসপাতালে নেয়া হয়। তার কোভিড পরীক্ষা করানো হয়। রেপিড এন্টিজেন টেস্টে করোনা পজিটিভ হয়। হাসপাতালের রেডজোনে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। ভর্তির ঘণ্টাখানেকের মাথায় রাত সাড়ে ৭টার দিকে ৪০ বছর বয়সী নাজমা খাতুন মারা যান। তার মৃতদেহ স্বাস্থ্য বিধি মেনে দাফনের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। চুয়াডাঙ্গা জেলা সদরের হাসনহাটি গ্রামের তৈয়ব আলী বিশ^াসের ছেলে পল্টু বিশ^াসকে গতপরশু শনিবার সকাল ৭টার দিকে সদর হাসপাতালে নেয়া হয়। সর্দি কাশি জ¦র ও গায়ে ব্যাথাসহ শ^াস কষ্ট থাকায় তাকে হাসপাতালের হলুদ জোনে ভর্তি করা হয়। নেয়া হয় নমুনা। ওইদিনই রাত ২ টা ৫৫ মিনিটের দিকে মারা যান ৪২ বছর বয়সী তৈয়ব আলী। তারও মৃতদেহ স্বাস্থ্য বিধি মেনে দাফনের নির্দেশনা দেয়া হয়। সদর উপজেলার নেহালপুর গ্রামের গোলাপ নাথ হালদারের ছেলে মৃত্যঞ্জয় হালদার সম্প্রতি সর্দি কাশি জ¦রে ভুগতে শুরু করেন। গত শুক্রবার তার শ^াস কষ্ট বাড়লে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। হলুদ জোনে ভর্তি করা হয়। নেয়া হয় নমুনা। গতকাল রোববার সোয়া ৪টার দিকে মারা যান ৭৬ বছর বয়সী মৃত্যুঞ্জয়। তারও মৃতদেহ স্বাস্থ্য বিধি মেনে শেষকৃত্য সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়। এছাড়াও চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন পাশর্^বর্তী ঝিনাইদহ জেলার বাটিকুমড়া গ্রামের বিপুল। তিনিও সর্দি কাশি জ¦রে ভুগছিলেন। তাকে গত শুক্রবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। হলুদ জোনে ভর্তি করা হয়। গতকাল রোবাবার ভোর সাড়ে ৪টার দিকে ২৫ বছর বয়সী বিপুল মারা যান। তারও মৃতদেহ শ^াস্থ্য বিধি মেনে দাফনের নির্দেশনা দেয় স্বাস্থ্য বিভাগ। এদিকে চুয়াডাঙ্গা জেলা শহরের সাদেক আলী মল্লিকপাড়ার সহিদুল ইসলামের স্ত্রী শরিফা ইয়াসমিন গতকাল রোববার সকালের দিকে তিনি নিজ বাড়িতে মারা যান। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে নেয়া হয় হাসপতালে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল বাদ আছর চুয়াডাঙ্গা জান্নাতুল মওলা কবরস্থান জামে মসজিদে নামাজে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়। ৩৫ বছর বয়সী শরিফা ইয়াসমিনও করোনা উপসর্গে ভুগছিলেন বলে প্রতিবেশী সূত্রে জানা গেছে। তবে পরিবারের তরফে তেমন কোন তথ্য দেয়া হয়নি। জেলা শহরের শান্তিপাড়ার নূরুল ইসলামের স্ত্রী রহিমা বেগম বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল রোববার সকালের দিকে মারা যান ৫৫ বছর বয়সী রহিমা বেগম। তারও নমুনা পরীক্ষা করানো হয়নি। গতকালই বাদ আছর তারও মৃতদেহ একই কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।
এদিকে গতকাল রোববার চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ নতুন ৩৬৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট ল্যাবে প্রেরবণ কেরছে। এদিন পূর্বের ৩৭০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে করোনা ভাইরাস সংক্রমিত ১৫২ রোগী শনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এ তথ্য জানিয়ে বলেছেন, নতুন ৩৬৯ জনের নমুনা নিয়ে মোট ১৪ হাজার ৪শ ৪০ জনের নমুনা নেয়া হয়েছে। এদিন ৩৭০জনের পরীক্ষার ফলাফল নিয়ে মোট ১৪ হাজার ১শ ৪০ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। চুয়াডাঙ্গায় যে ১৫২ জন নতুন সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে এর মধ্যে সদর উপজেলার ৬৮ জন, আলমডাঙ্গা উপজেলার ২২ জন, দামুড়হুদা উপজেলার ১৮ জন ও জীবননগর উপজেলার ৪৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮০৫ জন। রোববার আরও ৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ২৩৪৬ জন। করোনা আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা দুজন ও চুয়াডাঙ্গার বাইরে দুজনের মৃত্যু হয়েছে। এ হিসেবে চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ঠিক কতোজন তা স্পষ্ট করে বলেনি চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ। তবে চুয়াডাঙ্গায় জেলায় শতাধীক করোনা আক্রান্তের এবং চুয়াডাঙ্গার বাইরে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে তা গত পরশু এবং গতকালের দেয়া তথ্যের ভিত্তিকে জানা গেছে। যদিও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা গত কয়েকদিনে অর্ধশতাধীক পার।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More