চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ : প্রাণ গেলো তিনজনের

স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্য ঘটনাস্থলেই দুজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। শনিবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের জাফরপুর যুব উন্নয়ন অধিদফতরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার সিরাজুল ইসলামের ছেলে টুনু হোসেন আনন্দ (২৩) ও নুরনগর কলোনিপাড়ার কিতাব আলীর ছেলে মিঠু (২৩)। দুর্ঘটনায় আহতরা হন- এভারেস্ট ফার্মাসিটিক্যাল লিমিটেডের রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ রনি ও মুক্তা হালদার।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনন্দ ও মিঠু একই মোটরসাইকলে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। অপররদিকে আরেকটি মোটরসাইকেলে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন এভারেস্ট ওষুধ কোম্পারির দুই প্রতিনিধি। এ সময় জাফরপুর যুব উন্নয়ন ভবনের সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান আনন্দ ও মিঠু। গুরুতর জখম হন রনি ও মুক্তা। পরে তাদর উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহত দুজনকে চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More