চুয়াডাঙ্গায় পাওয়ার ট্রিলার উল্টে প্রাণ গেলো চালকের

চুয়াডাঙ্গায় সদর উপজেলার খেজুরতলায় বিচুলি বোঝায় পাওয়ার ট্রিলার উলটে রাশেদুল ইসলাম রাশু (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার সরোজগঞ্জ-গড়াইটুপি সড়কের খুজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সন্নিকটে এদূর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম রাশু উপজেলার গড়াইটুপি গ্রামের খালপাড়ার ফজলু হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেলে রাশেদুল ইসলাম সরোজগঞ্জ থেকে বিচুলি বোঝায় পাওয়ার ট্রিলার নিয়ে গড়াইটুপিতে আসছিল। এসময় আলডাঙ্গা থেকে ছেড়ে আসা বিচুলি বোঝায় শ্যালো মেশিন চালিত অবৈধ লাটাহাম্বা আন্দুলবাড়িয়ায় আসছিল। খেজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সন্নিকটে পৌছালে লাটাহাম্বার চালক পাওয়ার ট্রিলারের ওভারটেক করতে যায়। এসময় দুই গাড়ির বিচুলি চাপে পাওয়ার ট্রিলারটি উল্টে যায়। এতে চালক রাশেদুল ইসলাম রাশু পাওয়ার ট্রিলারের ইঞ্জিনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রাশেদুল ইসলাম রাশুলে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিলে তিনি মৃত ঘোষণা করেন। নিহত রাশেদুল ইসলাম রাশুর পিতা ফজলু হোসেন বলেন, ছোট ছোট দুইটা মেয়ে রেখে অকালেই আমার ছেলেটা চলে গেলো। একজন পিতার আগে ছেলের মৃত্যু সহ্য করা অনেক কঠিন। আমার ছেলে পরিবারের একমাত্র উপার্জনকারি ছিলো। অবুঝ দুই মেয়ে তার পিতাকে হারালো বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, বিচুলি বোঝায় পাওয়ার ট্রিলারের ওভারটেক করতে গিয়ে লাটাহাম্বায় থাকা বিচুলির চাপে উলটে যায় পাওয়ার ট্রিলারটি। এতে ঘটনাস্থলেই পাওয়ার ট্রিলারের চালকর মৃত্যু হয়। পুলিশ লাটাহাম্বার চালকসহ তিনজনকে আটক করে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদেরকে ছেড়ে দেয়া হয়।। আবেদনের পেক্ষিতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More