চুয়াডাঙ্গা আলমডাঙ্গা দর্শনা ও জীবননগর পৌরসভায় চলছে গণসংযোগ

মেয়র পদে শোনা যাচ্ছে ২৭ প্রার্থীর নাম : ক্ষণগণনা শুরু

রফিকুল ইসলাম: চুয়াডাঙ্গা জেলার চারটি পৌরসভার আসন্ন  নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়েছে। আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি ভোট অনুষ্ঠিত হবে এমনটি আশা করছে নির্বাচন কমিশন। চার পৌরসভায় অন্তত ২৭ জন প্রার্থী মেয়র নির্বাচনে অংশ নিতে পারেন এমনটি শোনা যাচ্ছে। তবে, নির্বাচনে মেয়র, সংরক্ষিত সদস্য ও কাউন্সিলর পদের প্রার্থীরা জনসংযোগে ব্যস্ত হয়ে পড়েছেন। সর্বশেষ চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দর্শনা ও জীবননগর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৫ সালের ৩০ ডিসেম্বর।

ভোটার তালিকা হালনাগাদ-২০১৯ অনুযায়ী চুয়াডাঙ্গা জেলার চার পৌরসভার ভোটার সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ২৩ জন। চুয়াডাঙ্গা পৌরসভায় ৬৮ হাজার ৮৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৩ হাজার ৪৫৬ জন এবং মহিলা ভোটার ৩৫ হাজার ৪২৯ জন। আলমডাঙ্গা পৌরসভায় ভোটার সংখ্যা ২৬ হাজার ৩১২ জন। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৭৫৪ জন এবং মহিলা ভোটার ১৩ হাজার ৫৫৮ জন। দর্শনা পৌরসভায় ভোটার সংখ্যা ২৮ হাজার ৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৮৬০ জন এবং মহিলা ভোটার ১৪ হাজার ২০৮ জন। জীবননগর পৌরসভায় ভোটার সংখ্যা ২০ হাজার ৭৬৭ জন এবং মহিলা ভোটার ১০ হাজার ১২৯ জন এবং মহিলা ভোটার ১০ হাজার ৬৩৮ জন।

চুয়াডাঙ্গা পৌরসভায় মেয়র প্রার্থীরা হলেন, বর্তমান মেয়র জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, যুবলীগ নেতা শরিফ হোসেন দুদু, অ্যাড. মনিবুল হাসান পলাশ, অ্যাড. সৈয়দ ফারুক উদ্দিন আহম্মেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মজু, কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি ও স্বোচ্ছাসেবক দলের নেতা মঞ্জুরুল জাহিদ।

আলমডাঙ্গা পৌরসভায় মেয়র প্রার্থীরা হলেন, বর্তমান মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, জেলা জাসদের সভাপতি সাবেক মেয়র এম সবেদ আলী, জেলা বিএনপি নেতা সাবেক মেয়র মীর মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুজ্জামান (হুজুর মল্লিক), পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক এবং আওয়ামী লীগ নেতা আবু মুছার নাম শোনা যাচ্ছে।

দর্শনা পৌরসভার মেয়র প্রার্থীরা হলেন, বর্তমান মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান, সাবেক মেয়র বিএনপি নেতা মহিদুল ইসলাম, বিএনপি নেতা মাহবুবুল ইসলাম খোকন, পৌর যুবদলের সভাপতি এনামুল হক শাহ মুকুল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক নাহারুল ইসলাম, যুবদল নেতা হাবিবুর রহমান বুলেট, সাবেক পৌর প্যানেল মেয়র শরীফ উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন রিংকু এবং যুবদল নেতা জালাল উদ্দিন।

জীবননগর পৌরসভায় মেয়র প্রার্থীরা হলেন, বর্তমান মেয়র পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম এবং বিএনপি নেতা সাবেক কাউন্সিলর হযরত আলীর নাম শোনা যাচ্ছে।

জেলার চার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৫ সালের ৩০ ডিসেম্বর। মেয়াদ উত্তীর্ণের তারিখ চুয়াডাঙ্গা পৌরসভা ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি, আলমডাঙ্গা পৌরসভায় ২০২১ সালের ১ মার্চ, দর্শনা পৌরসভায় ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি এবং জীবননগর পৌরসভায় ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি। চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা পৌরসভা প্রথম শ্রেণীর এবং দর্শনা ও জীবননগর পৌরসভা দ্বিতীয় শ্রেণীর।

এ ব্যাপারে জানতে চাইলে চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ বলেন, চার পৌরসভার সাধারণ নির্বাচন সংক্রান্ত হালনাগাদ তথ্যাদি নির্বাচন কমিশনকে পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশনা পাওয়া যায়নি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More