রোববার সকাল ৬টা থেকে ৭দিন চুয়াডাঙ্গা পৌরসভা ও আলুকদিয়া ইউনিয়ন কঠোর লকডাউন

রোববার সকাল ৬টা থেকে ৭ দিনের কঠোর লকডাউন শুরু হচ্ছে চুয়াডাঙ্গা পৌর ও আলুকদিয়া ইউনিয়নে। লকডাউন চলাকালে সবকিছু বন্ধ থাকবে। সকাল ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত কাচাবাজার নিত্যপ্রয়োজনীয় দোকান খোলা রাখা যাব। মোটরসাইকেল অটো চলবে না। ওষুধের দোকান খোলা থাকবে। লকডাউন চলাকালে চা দোকানও বন্ধ রাখতে হবে। জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা ভাইরাস সংক্রমণ রোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি তথা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন, ৬ বিজিবি অধিনায়ক, পুলিশ সুপারের প্রতিনিধি, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবসভাপতিসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। জেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে ১৪ দিনের জন্য দামুড়হুদা উপজেলা লকডাইনের আজ ৫ম দিন। দামুড়হুদায় করোনা ভাইরাস কিছুটা কমলেও চুয়াডাঙ্গা সদর উপজেলায় সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এরই প্রেক্ষিতে শনিবার জরুরী সভা আহ্বান করা হয়। সভঅয় বিস্তারিত আলোচনা  শেষে জেলা প্রশাসক চুয়াডাঙ্গা পৌর এলাকা ও পার্শ্ববর্তী আলুকদিয়া ইউনিয়ন কঠোর লকডাউন ঘোষণা করেন। তিনি বলেন, রোববার সকাল ৬টা থেকে এ লকডাউন আগামী ২৬ জুন রাত ১২টা পর্যন্ত চলবে। প্রয়োজনে ২৬ জুন পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবে। লকডাউন চলাকালে শহরে একটি অটো চলবে না। মোটরসাইকেলও বন্ধ থাকবে। লোকাল বাস শহরে চলবে না। দূরপাল্লার পরিবহনগুলো চললেও তা শহরের মধ্যে থেমে যাত্রী ওঠানো নামানো করবে না। শুধুমাত্র পৌর বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছাড়বে। এব ওখান থেকেই যাত্রী ওঠা নামা করবে। কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। কাঁচাবাজারের কথা বলে কেউ ব্যাগ ছাড়া ঘুরলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। লকডাউন চলাকালে একটি চায়ের দোকানও খোলা থাকবে না। অটো চালক ও চা দোকানীদের প্রয়োজনে নির্ধারিত পরিমানের চা্‌উলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হবে। শুধুমাত্র ওষুধের দোকান খোলা থাকবে। শতভাগ স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। মাস্ক ছাড়া কোন ব্যাক্তিকে বাড়ির বাইরে পাওয়া গেলে তাকে উপযুক্ত শাস্তি দেয়া হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More