জাতীয় নির্বাচনে বিদেশিদের কোনো হস্তক্ষেপ মেনে নেয়া হবে না

মুজিবনগর আম্রকাননে গাছের পরিচর্যা কার্যক্রম উদ্বোধনকালে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

মেহেরপুর অফিস/মুজিবনগর প্রতিনিধি: জাতীয় নির্বাচন নিয়ে সম্প্রতি জাপানি রাষ্ট্রদূতের মন্ত্যব্যে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, দেশের নির্বাচনে কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেয়া হবে না। দ্রুত তাদের ডেকে সতর্ক করা হবে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছে। দেশের আত্মমর্যাদার ক্ষেত্রে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। সংবিধানের আরটিক্যাল ১২৬ এ স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, দেশের নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। আর তাদের সহযোগিতা করবে জেলা প্রশাসক ও পুলিশ বিভাগ। তাদের সমন্বয়ে দেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে বলে তিনি দাবি করেন। তার সকল নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদ। গতকাল বুধবার ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে গাছের পরিচর্যা কার্যক্রমের উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথাগুলো বলেন।

বিদেশিদের নাক গলানো মেনে নেয়া হবে না: কৃষিমন্ত্রীতিনি আরও বলেন, বিএনপি এর আগেও আন্দোলন সংগ্রাম করেছে। মানুষ হত্যা করেছে। তাদের সকল কার্যক্রম রাজনৈতিকভাবে মোকাবেল করবে আওয়ামী লীগ। দুর্ভিক্ষের আশঙ্কা থাকলেও ধান ও সবজির ফলন ভালো হওয়ায় এখন সে আশঙ্কা নেই বলে দাবি করেন মন্ত্রী। দেশে প্রচুর পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হচ্ছে। এছাড়াও ডলার সংকট একটি আন্তর্জাতিক সমস্যা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শেষে সমস্যা আর থাকবে না বলে জানান মন্ত্রী। পাশাপাশি ডলার সংকট সমাধানে কাজ করছে সরকার।

এসময় সেখানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, মেহেরপুর-২ আসনের সাবেক এমপি মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, গাংনী পৌরসভার সাবেক মেয়র আহম্মেদ আলী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হীরা প্রমুখ। এর আগে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে তিনি মেহেরপুরে কৃষি প্রযুক্তি ও কৃষি ঋণ মেলার উদ্বোধন উপলক্ষে মেহেরপুরে রওনা দেন। পথিমধ্যে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক মুজিবনগর উপজেলার একটি ধানক্ষেত পরিদর্শন করেন।

Daily Nabochatonaএদিকে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের যৌথ উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ২ দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও কৃষি ঋণ মেলার উদ্বোধন করা হয়েছে। এদিন দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র চেয়ারম্যান (গ্রড-১) এএফএম হায়াতুল্লাহ, মহাপরিচালক আব্দুল গাফফার খান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনোজির আলম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোহাম্মদ শাজাহান কবীর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আব্দুল আউয়াল, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ মো. আখতারুজ্জামান, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান, পুলিশ সুপার মো. রাফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়া প্রমুখ। পরে মন্ত্রীসহ অন্যান্য অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন। এর আগে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে দুই দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও কৃষি ঋণ মেলার উদ্বোধন করেন। পরে সেখানে মন্ত্রী ব্যাংক ঋণের চেক ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লি. মেহেরপুরের ব্যবস্থাপক আনোয়ারুল কাদির, অগ্রণী ব্যাংক লি. মেহেরপুরের ব্যবস্থাপক আরিফুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংক মেহেরপুরের ব্যবস্থাপক প্রহলদ কুমার সাহা, পূবালী ব্যাংক লিঃ মেহেরপুর শাখার ব্যবস্থাপক ইমরুল ইসলাম, সোনালী ব্যাংক লিঃ আমঝুপি শাখার ব্যবস্থাপক জহিরুল ইসলাম প্রমুখ।

সবশেষে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে পূর্বাভাসের মাধ্যমে কৃষির উন্নয়নের জন্য আধুনিক আবহাওয়া তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়। কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আবহাওয়া তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান, পুলিশ সুপার মো. রাফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়া, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাভোকেট ইয়ারুল ইসলাম এসময় সেখানে উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More