ঝিনাইদ জেলায় নতুন ২৪ জনের করোনা শনাক্ত : কালীগঞ্জে পুলিশ সদস্যসহ ৯ জন আক্রান্ত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নতুন করে চার পুলিশ সদস্যসহ ৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০৮ জনে। এর মধ্যে মারা গেছেন তিনজন এবং সুস্থ হয়েছেন ৩৮ জন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুলতান আহমেদ জানান, মঙ্গলবার (৭জুলাই) সকালে নতুন করে ২৫টি নমুনার রিপোর্ট এসেছে। যার মধ্যে ৯টি নমুনার রিপোর্ট পজিটিভ এবং বাকি ১৬টি নেগেটিভ। নতুন করে বারবাজার হাইওয়ে পুলিশ স্টেশনের চার সদস্য, কালীগঞ্জ পৌর এলাকার নিশ্চিন্তপুর, চাপালি, খয়েরতলা, ফয়লা ও দক্ষিণ আড়পাড়া গ্রামের একজন করে মোট ৯ জন আক্রান্ত হয়েছেন।
তাদের সবাইকে বাড়িতে রেখে মোবাইলের মাধ্যমে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। বারবাজার হাইওয়ে পুলিশ স্টেশনের ওসি শেখ মাহফুজার রহমান জানান, মঙ্গলবার এক এএসআই ও তিন পুলিশ কনস্টেবলের রিপোর্ট করোনা পজিটিভ আসে। তাদের সবাইকে পুলিশ স্টেশনে আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
এ ছাড়া ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, মঙ্গলবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৬০টি নমুনার রিপোর্টে নতুন ২৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঝিনাইদহ সদরের ১৩ ও কালীগঞ্জের ৯, শৈলকুপার এক ও মহেশপুরের একজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩১৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১৪ জন এবং মৃত্যুবরণ করেছেন পাঁচজন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More