ট্রাকের সাথে সংঘর্ষে চুয়াডাঙ্গার মাইক্রোবাস চালকসহ দুজনের মৃত্যু

ডেস্ক নিউজ:

নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। নিহত দুজন চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বাসিন্দা। বুধবার রাত ৩টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার নগর ইউনিয়নের কয়েন কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা পশুহাটপাড়ার আছির উদ্দিনের ছেলে মাইক্রোবাসচালক মনিরুজ্জামান (৩৬) এবং মেহেরপুর সদর উপজেলার গহেরপুর গ্রামের মৃত আদম আলীর ছেলে আল মাহবুব (৪২)।

বনপাড়া হাইওয়ে থানার এসআই ফিরোজ হোসেন বলেন, উপজেলার কয়েন এলাকায় চুয়াডাঙ্গা থেকে রাজশাহীগামী নোহা মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ ১১-৭৫৮৬) সঙ্গে পঞ্চগড় থেকে পাবনাগামী বালু বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২-৪৮৬৭) সংঘর্ষ হয়। এতে নোহা মাইক্রোবাসেটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক ও একযাত্রী নিহত হন। আহত আরও তিনজকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মশিউর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। লাশ দুটি বনপাড়া হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More