দর্শনায় জমজ সন্তান প্রসব, ভুল অপারেশনে প্রসূতির মৃত্যুর অভিযোগ

দর্শনায় মা ও শিশু জেনারেল হাসপাতালে জমজ সন্তান প্রসব

স্টাফ রিপোর্টার: দর্শনায় মা ও শিশু জেনারেল হাসপাতালে জমজ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি মা। সিজার হওয়া অনাগত জমজ কন্যা সন্তান দু’টি জীবিত থাকলেও ডাক্তারের ভুল অপারেশনে প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের উজলপুর নীলমারি পাড়ার হাবিবুর রহমানের স্ত্রী লিমা খাতন ওরফে ডালিমা খাতুনের (৩২) প্রসব বেদনা উঠলে শুক্রবার সকালে দর্শনা মা ও শিশু জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ওই দিনই তড়িঘড়ি করে বেলা ১১টার দিকে সিজার করা হয়। জমজ কন্যা সন্তানের জন্ম দেয় মা লিমা। অভিযোগ উঠেছে ভুল অপারেশনে অধিক রক্তক্ষরণে রাত ২টার দিকে ¯্রসূতি মায়ের মৃত্যু হয়। পরের দিন শনিবার বেলা ১১টার দিকে আপোষ মিমাংসার মাধ্যমে গ্রাম্য কবরস্তানে লাশের দাফন সম্পন্ন করা হয়। লিমা খাতুনের স্বামী হাবিবুর রহমান হবি বলেন, যা হবার তা হয়ে গেছে।

এ বিষয়টি নিয়ে এলাকার মাতব্বার ও গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বসে মিমাংসা করে ফেলেছি। এসব আর লেখালেখি করার দরকার নেই। আখচাষি কল্যাণ সমিতির সভাপতি ও হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হান্নান বলেন, রোগীর সমস্যা ছিল। বাচ্চা দুটোকে বাঁচানো সম্ভব হয়েছে তবে মাকে বাঁচানো যাইনি। প্রসূতি মায়ের সিজারের এ কাজটি করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এ ব্যপারে ডাক্তারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More