দর্শনায় র‌্যাবের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ : নগদ টাকাসহ মাদকদ্রব্য উদ্ধার

দর্শনা অফিস: ঝিনাইদহ র‌্যব-৬ ও গাংনী র‌্যব-৬ পৃথকভাবে মাদকবিরোধী অভিযান চালিয়েছে। এ অভিযানে আটক করেছে ৫ মাদককারবারিকে। উদ্ধার করেছে নগদ ২১৫০ টাকা, ৪টি মোবাইল, ৮টি সিম কার্ডসহ ৩১৩ বোতল ফেনসিডিল ও ১৩২০ পিস ইয়াবা। আটককৃতদের বিরুদ্ধে র‌্যাব থানায় দায়ের করেছে পৃথক ৩টি মামলা। গতপরশু শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান দর্শনা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের জিরাট গ্রামে। র‌্যাব ওই গ্রামের মোজাফফরের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে আটক করে জিরাট গ্রামের গাজী রহমানের ছেলে মোজাফফর হোসেন (৫০) ও দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের নূর হক ম-লের ছেলে আব্দুর রশিদকে (৫০)। র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ হাজার ৩২০ পিস ইয়াবা, ১টি মোবাইল ও ২টি সিমকার্ড। এ ঘটনায় র‌্যাব-৬ আটককৃত মোজাফফর ও আব্দুর রশিদের বিরুদ্ধে গতকাল দর্শনা থানায় মামলা দায়ের করেছে। এদিকে ওই দিনই শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে র‌্যব-৬, পিসিবি-২, ঝিনাইদহ গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা থানাধীন বড়শলুয়া গ্রামের কলেজ এলাকায়। র‌্যাব কলেজ মোড় এলাকার মা-বাবা ট্রেডার্স দোকানের সামনে পাকা সড়কের ওপর থেকে আটক করে দর্শনা পৌর এলাকার জয়নগর গ্রামের মুর্শিদ আলীর ছেলে আবদার আলী (৩৪) ও একই গ্রামের সরাবদ্দীনের ছেলে ফজলু আলীকে (২৯)। র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০৮ বোতল ফেনসিডিল, দুটি মোবাইল, ৪টি সিমকার্ড ও নগদ ২ হাজার ১৫০ টাকা। এ ঘটনায় র‌্যব-৬ আটককৃত আবদার ও ফজলুর বিরুদ্ধে গতকাল দর্শনা থানায় মামলা দায়ের করেছেন। এছাড়াও গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের চৌকস দল দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মুচি বটতলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আটক করেছে কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের পশ্চিমপাড়ার ওয়াছেদ শেখের ছেলে জুয়েল শেখকে (২৬)। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রেফতারকৃত জুয়েলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০৫ বোতল ফেনসিডিল, একটি মোবাইল ও দুটি সিম কার্ড। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে গতকালই দামুড়হুদা থানায় জুয়েল শেখের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More