দামুড়হুদার কুড়ুলগাছিতে কৃষি প্রণোদনার ১৪ বস্তা ড্যাপ সার উদ্ধার
কথিত সেকেন্ড চেয়ারম্যান মোশাররফকে ৩০ হাজার টাকা জরিমানা
দর্শনা অফিস/কুড়ুলগাছি প্রতিনিধি: কৃষকদের সার বিতরণ না করে আত্মসাতের অভিযোগ উঠেছে দামুড়হুদার কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান কামাল হোসেনের জামাতা মোশাররফের বিরুদ্ধে। চুয়াডাঙ্গা গোয়েন্দা ও দর্শনা থানা পুলিশের যৌথ অভিযানে কৃষকদের প্রণোদনার এ সার উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নানা অভিযোগে অভিযুক্ত কথিত সেকেন্ড চেয়ারম্যান মোশাররফকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের এসআই সৌমিত্র, এএসআই হাসান মুন্সি, ইমরান, দর্শনা থানার এএসআই শামিনুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে যৌথ অভিযান চালান দর্শনা কুড়ুলগাছি বাজার এলাকায়। বাজারের শরিফ বেকারিতে ডিবি ও থানা পুলিশের অভিযানকালে কুড়ুলগাছি পুকুরপাড়ার নজরুল ইসলামের ছেলে মোশাররফ হোসেনের সাথে বাকবিত-ার ঘটনাও ঘটে। এক পর্যায়ে মোশাররফকে আটক করা হয়। খবর দেয়া হয় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারকে। সন্ধ্যার দিকে ঘটনাস্থলে পৌঁছান দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমান ও উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার। এ সময় শরিফ বেকারির জ্বালানি গোডাউন থেকে উদ্ধার করা হয় কৃষকদের প্রণোদনার ১৪ বস্তা ড্যাব সার। কৃষকদের সার নিয়ম বহিঃর্ভূত মজুত করার অপরাধে মোশাররফ হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক কেএইচ তাসফিকুর রহমান। অভিযোগ উঠেছে, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন নাম ভাঙিয়ে ইউনিয়ন এলাকায় বিভিন্ন ধরণের অপকর্মের সাথে জড়িয়ে পড়েন পালিত জামাতা মোশাররফ হোসেন। সরকারি বিভিন্ন সাহায্য, সহায়তা, রিলিফের পণ্য সামগ্রী বিতরণেও অনিয়মসহ আত্মসাতের অভিযোগ রয়েছে মোশাররফের বিরুদ্ধে। অভিযোগ খতিয়ে দেখে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ইউনিয়নবাসী।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.