দামুড়হুদার নাসরুল্লাহ শরীফ নাসুর মৃত্যু রহস্যের জট খুলতে সেই ট্রাক চালককে আটক করেছে সিআইডি

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা গুলশানপাড়ার প্রাইভেট টিউটর নাসরুল্লাহ শরীফ নাসুর মৃত্যু রহস্যের জট খুলতে নবউদ্যোমে তদন্ত শুরু করেছে সিআইডি। তদন্তের এক পর্যায়ে সেই ট্রাকচালককে সিআইডি হেফাজতে নেয়া হয়েছে। গতকাল বুধবার কুষ্টিয়া এলাকা থেকে আটক করে চুয়াডাঙ্গায় নেয়া হয় বলে সূত্র জানিয়েছে। এই ট্রাক চালকের দেয়া তথ্যের ভিত্তিতে নাসরুল্লাহ শরীফ নাসুর অস্বাভাবিক মৃত্যুর জট খুলতে পারে।
গুলশানপাড়ার নাসরুল্লাহ শরীফ নাসু ২০১৯ এর ২৬ নভেম্বর ট্রাকের চাপায় প্রাণ হারায়। তাকে পরিকল্পিতভাবে ট্রাকের নিচে দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পুলিশ প্রাথমিক তদন্তে দুর্ঘটনা বলে দাবি করে। নাসরুল্লাহ শরীফ নাসুর পরিবারের পক্ষে পুনরায় তদন্তের আবেদন করেন। গত ৫ জানুয়ারি সংবাদ সম্মেলন করে বলা হয়, নাসরুল্লাহ শরীফ নাসু প্রাইভেট পড়াতেন শরিফ উদ্দীনের বাড়িতে। তার স্ত্রীরর সাথে সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে সালিসও হয়। পরবর্তীতে ট্রাকের নিচে চাপা পড়ে সে মারা গেলে বলে দাবি করা হলেও দুর্ঘটনার ধরণ সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। তাকে ট্রাকের নিচে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করার কিছু আলামতও মেলে বলে অভিযোগকারীরা দাবি করেন। অবশ্য শরিফ উদ্দীন তা অস্বীকার করে পত্রিকায় প্রতিবাদও দেন। অপরদিকে বিষয়টির তদন্তের ভার গড়ায় সিআইডির ওপর। তদন্তে কিছু তথ্য পেয়ে কুষ্টিয়া এলাকা থেকে সেই ট্রাকের চালক শিহাবকে আটক করে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ বৃহস্পতিবার ট্রাক চালক সিহাবকে আদালতে নেয়া হতে পারে।
সূত্র বলেছে, ট্রাক চালক সিহাবের দেয়া তথ্যেই খুলতে পারে নাসুর অস্বাভাবিক মৃত্যুর জট।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More