দেশের বন্দর ও পর্যটনখাতকে আরও এগিয়ে নেয়ার প্রত্যয়

দর্শনা বন্দর পরিদর্শন করলেন পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন

দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দর্শনা বন্দর পরিদর্শন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হেসেন। শুক্রবার বিকেলে তিনি দর্শনা বন্দর চেকপোস্টে পৌঁছুলে দর্শনা বন্দর বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বন্দরের স্থাপনাগুলো পরিদর্শন শেষে তিনি দু’দেশের শূন্য রেখায় যান। সেখানে ফটোসেশন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অতিরিক্ত সচিব গ্রেড-১ মো. আলী কদর, প্রধান নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত সচিব আবু তাহের মো. জাবের, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, দামড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএম তারিকুজ্জামান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম প্রমুখ। এ সময় দর্শনা বন্দর বাস্তবায়ন কমিটির সেক্রেটারি সাংবাদিক রেজাউল করিম লিটন বন্দরের অগ্রগতির বিস্তারিত তুলে ধরেন। সচিব মোকাম্মেল হোসেন বলেন, ‘দেশের বন্দর ও পর্যটনখাতকে আরো এগিয়ে নিতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। দ্রুতই সবকিছু বাস্তবায়ন হবে।’

কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজি নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আটচালাঘর পরিদর্শন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি আটচালাঘর পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) আবু তাহের মুহাম্মদ জাবের, জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত রহমান, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ, দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবির, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, নজরুল স্মৃতি সংসদের সভাপতি এমএ গফুর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ঘর মালিক প্রকৃতি বিশ্বাস বকুল, জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ। এর আগে কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি শিবনগরের ডিসি ইকোপার্ক পরিদর্শনে যান।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More