দেশে একদিনে করোনায় মৃত্যু ৪২ জন

স্টাফ রিপোর্টার: দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু হয়েছে। এ দিয়ে দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সরকারিভাবে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮৮৮ জন। আর গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৪৩ জন। এ পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ৬৫ হাজার ৭৬৯ জনের।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত  ব্রিফিংয়ে রোববার (৭ জুন) বলা হয়, মারা যাওয়া ৪২ জনের মধ্যে ৩৫ জন পুরুষ ও ৭ জন নারী। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন। এ নিয়ে সর্বমোট ১৩ হাজার ৯০৩ জন সুস্থ হয়েছেন। এর আগে শনিবার দেশে করোনায় সংক্রমিত ২ হাজার ৮৪৬ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৩৫ জন। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। গতকাল ১২ হাজার ৪৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৯৮৭টি। দেশে ৫২টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়েছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, ব্র্যাক ও স্বাস্থ্য অধিদপ্তর মিলে পরিচালিত বুথে অনলাইন নিবন্ধনের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হবে। এ বুথে কোনো টাকা লেনদেন না করতে অনুরোধ করেন তিনি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More