ধানক্ষেত থেকে দু’বন্ধুর মরদেহ উদ্ধার : ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর

মেহেরপুর থেকে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা রেল স্টেশনে যাওয়ার পথে বিপত্তি

মেহেরপুর অফিস: মেহেরপুরে আনসার সদস্যসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগর নতুনপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আনসার সদস্য রহিদুল ইসলাম (৩০) ও মোনাখালি গ্রামের আজমল হোসেনের ছেলে লিজন (২৬)।

স্থানীয়রা জানান, যশোর বিমানবন্দরে আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের বাসিন্দা রাহিদুল ইসলাম। সম্প্রতি তিনি ছুটিতে বাড়িতে আসেন। মঙ্গলবার বিকেলে তার কাজে যোগ দেয়ার কথা ছিলো। সেই মোতাবেক ভোরে মেহেরপুর থেকে যশোরের উদ্দেশে রওনা দিয়েছিলেন রাহিদুল। তাকে চুয়াডাঙ্গা রেলস্টেশন পর্যন্ত পৌঁছে দিতে মোটরসাইকেল নিয়ে বেরিয়েছিলেন বন্ধু বিজন মিয়া। তবে সকালে মেহেরপুরের মুজিবনগর সড়কের চকশ্যামনগর গ্রামে তাদের লাশ পাওয়া গেছে। তারা একে অপরের বন্ধু

নিহত রাহিদুল ইসলাম মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের কদমতলাপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে ও বিজন হোসন একই গ্রামের বাজারপাড়ার আজমত শেখের ছেলে। রাহিদুল যশোর জেলায় আনসার সদস্য হিসেবে চাকরিরত এবং বিজন মুজিবনগর ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের মানবিক বিভাগের ২য় বর্ষের ছাত্র। এদিন সকালের দিকে হাঁটতে গিয়ে এলাকাবাসী নতুনগ্রামের একটি বাঁশঝাড়ের নিচে একটি হলুদ রঙের বিদ্ধস্ত জিংজায় মোটরসাইকেল দেখতে পায়। পরে সেখান থেকে বেশ কিছুদুরে ধানক্ষেতে ২টি মরদেহ দেখতে পায়। পরে মেহেরপুর সদর থানা এবং ফায়ার সাভিসে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়।

পরিবারসূত্রে জানা যায়, রহিদুল ইসলাম বাংলাদেশ আনসার ও সিভিল ডিফেন্স পার্টির আনসার সদস্য (আইডি-০৫৮০৮২৭৩৩)। এদিন ভোরের দিকে একই গ্রামের প্রতিবেশী বিজন হোসেন চুয়াডাঙ্গা রেল স্টেশনে রাহিদুল ইসলামকে এগিয়ে দেবার জন্য সাথে যাচ্ছিলো। পরে তাদের সাথে আর যোগাযোগ হয়নি।

এদিকে স্থানটি পরিদর্শন করেছে অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আজমল হোসেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হযেছে। তাদের দাফন অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার বহু মানুষ উপস্থিত  ছিলেন।

এদিকে এলাকাবাসী আরও জানায় এদিন বাদ আছর নামাজে জানাজা শেষে দারিয়াপুর পশ্চিমপাড়া কবরস্থানে তাদের দু’জনের লাশ দাফন করা হয়েছে। স্থানীয়রা আরো জানান, রাহিদুল ইসলাম দারিয়াপুর গ্রামের কদমতলাপাড়ার আব্দুল কুদ্দুসের ২ ছেলে-মেয়ের মধ্যে বড়। এছাড়া নিহত বিজন হোসেন একই গ্রামের বাজারপাড়ার আজমত শেখের ২ ছেলের মধ্যে বড়।

এদিকে গতরাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত মেহেরপুর সদর থানার ওসি জানান, সড়ক দুর্ঘটনা তাদের মৃত্যুর নিশ্চিত কারণ। তাদর লাশ ময়না ছাড়ায় স্বজনেদের হাতে তুলে দেয়া। তবে এ ব্যাপারে রাহিদুল ইসলামের পিতা আব্দুল কুদ্দুস সড়ক আইনে একটি মামলা করেছেন।

এদিকে দুর্ঘটনার পর থেকে উভয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন হারিয়ে পরিবারের সদস্যদের কান্নায় দারিয়াপুর গ্রামের আকাশ ভারি হয়ে উঠেছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More