নতুন বই হাতে শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে পাঠ্যপ্রস্তক ইৎসব

স্টাফ রিপোর্টার: ‘নতুন বই পেয়ে আমার কাছে খুব খুশি লাগছে। বাসায় গিয়ে পৃষ্ঠা উল্টিয়ে দেখবো। আমার কাছে অনেক আনন্দ লাগছে, খুব ভালো লাগছে।’ রোববার নতুন বই পেয়ে এভাবেই অনুভূতি প্রকাশ করে শিশু শিক্ষার্থী লাবনী আক্তার জুঁই। শিক্ষার্থীরা জানায়, নতুন ক্লাসে উঠেছি। নতুন বই পেয়ে খুব ভালো লাগছে। আজকের দিনটির জন্য অপেক্ষা করছিলাম। এই বইগুলো বিনামূল্যে আমাদেরকে বই দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ।  গতকাল রোবাবর চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে বিনামূল্যে পাঠ্য প্রস্তক বিতরণ উৎসবের আয়োজন করা হয়। নতুন বই পেয়ে উৎসবে মেতে মেতে উঠে শিক্ষার্থীরা। অভিভাবকদের মধ্যে অনেকেই বলেন, বই পাবো কী পাবো না এটা নিয়ে চিন্তায় ছিলাম। কিন্তু বই পেয়েছি তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। করোনাকালে তেমন পড়ালেখা হয়নি। এ বছর নতুন বই পাওয়ায় পড়াশোনা ভালো হবে।

শিক্ষকরা বলেন, আমরা বাচ্চাদের হাতে নতুন বই দিতে পেরেছি। এটা আমাদের জন্যও আনন্দের। বাচ্চারা নতুন বই হাতে নিয়ে বাসায় গিয়ে পৃষ্ঠা উল্টিয়ে দেখবে। নতুন বই পেয়ে মনোযোগী হবে এই কামনা করছি।

চুয়াডাঙ্গায় বছরের প্রথম দিনেই স্কুলে স্কুলে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে পাঠ্যপুস্তক উৎসব দিবসের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়। চুয়াডাঙ্গায় এ বছরের প্রথম দিনেই মাধ্যমিকের ৭৯ শতাংশ শিক্ষার্থী ও প্রাথমিকের শতাংশ শিক্ষার্থী বই পেয়েছে। চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের আয়োজনে পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০২৩ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মোবাইলে অনেকেই আসক্ত হয়ে যাচ্ছে। মোবাইলে সময় না কাটিয়ে বইয়ে সময় কাটাতে হবে। বই পড়লে প্রাইভেট টিচার বা কোচিং লাগে না। বর্তমানে খুবই কম্পিটিশনের যুগ। ভালো ফলাফল করতে হলে প্রচুর পড়তে হবে। নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। আজকের যারা ছাত্র তারাই আগামী দিনের ভবিষ্যত। তোমাদের যোগ্য হয়ে উঠতে হবে। জীবনে উন্নতি করতে হলে সব কাজ শিখতে হবে। বইয়ের প্রতি যার ভালোবাসা আছে; সে ভালো ফলাফল করবে। শিক্ষার মান দিনে দিনে কমে যাচ্ছে। শিক্ষকদের অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, সকল শিক্ষার্থীকে সমান গুরুত্ব দিতে হবে। দুর্বলদের প্রতি বিশেষ নজর রাখতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বড় হয়ে দেশের কল্যাণে কাজ করো। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হামিদ রেজা, সদর উপজলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান প্রমুখ।

চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান বলেন, চুয়াডাঙ্গায় প্রথম দিনেই মাধ্যমিকের শিক্ষার্থীদের ৭৯ শতাংশ বই পাচ্ছে। আরও বই আসছে। কয়েকদিনের মধ্যেই সকলেই বই পাবে। এখ নপর্যন্ত বইগুলো একটু সমন্বয় করে বিতরণ করা হচ্ছে।

চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, প্রথম দিনে জেলার প্রাথমিকের ২৬ শতাংশ শিক্ষার্থী বই পাচ্ছে। আজও বই আসবে। কালও বই আসবে। শতভাগ শিক্ষার্থীই বই পাবে।

এর আগে সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা শহরের কেদারগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিকের বই বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হামিদ রেজা, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া, মো. সাইফুল ইসলাম সাইফ, আব্দুর রহমান ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহজাদী মিলি। এছাড়া উপস্থিত ছিলেন রিজিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহাজাহান আলী, রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দার প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উত্তম কুমার কু-ুু। এরপর জেলা প্রশাসক ও অতিথিগণ আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে বই উৎসবের শুভসূচনা করেন। এ বিদ্যালয় থেকে একযোগে শহরের ১২টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রাথমিকের বই বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুস সালাম।

এদিকে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি (ভি.জে) সরকারি উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপ্রস্তুক বিতরণ করা হয়েছে। প্রধান  শিক্ষক বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিনসহ বিদ্যালয়ে শিক্ষকম-লী।

এছাড়াও চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রেল বাজার সরকারি প্রাথকি বিদ্যালয়, কামিল মাদরাসা, ঝিনুক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপ্রস্তক বিতরণ করা হয়েছে।

অপরদিকে, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপ্রস্তুক উৎসবে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

ডিঙ্গেদহ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার শাহা। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার শোহেল আহামেদ, শঙ্করচন্দ্র ইউপি সচিব আশাবুল হক মাসুদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফ উদ্দিন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন।

সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ও বদরগঞ্জ এলাকার বিভিন্ন্ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে বই  বিতরণ করা হয়েছে। সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বেলা ১১টায় বিনামূল্যে বই বিতরণ উদ্বোধন করা হয়। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি হাজি মজিবর রহমান। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা। উপস্থিত ছিলেন পরিচালানা কমিটির চুয়াডাঙ্গা সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহম্মেদ, প্রধান শিক্ষক আকবর আলী, পরিচালনা কমিটির সদস্য ও কুতুবপুর ইউনিয়ন আ.লীগের যুগ্মসম্পাদক আশিকুর রহমান আশিক প্রমুখ। ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তেতুল শেখ কলেজ ও ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজি আব্দুল্লা শেখ। দাতা সদস্য জালাল উদ্দিন মহর, সহকারী প্রধান শিক্ষক একেএম আজাদ, পরিচালনা কমিটির সদস্য সেলিম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক সাইফুল আওয়াল। বদরগঞ্জ আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসবে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হালিম। প্রধান অতিথি ছিলেন কুতুবপুর ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নজু, আক্কাচ আলী প্রমুখ।

বেগমপুর প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসবে সভাপতত্ব করেন প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল আজম মিন্টু। শিক্ষক সফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষকম-লী। ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে বই তুলে দেয়া হয়।

গড়াইটুপি প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নাহারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন গড়াইটুপি ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান রাজু। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ওয়াজেদ আলী, আওলাদ বিশ্বাস, লাল মোহাম্মদ, গড়াইটুপি ইউনিয়ন আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ বিশ্বাস, তিতুদহ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আসাদুল ইসলাম রোকন, গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন চাঁন মেম্বার, ইউপি সদস্য জিল্লুর রহমান জুয়েল, আ.লীগ নেতা আমজাদ হোসেন, মোমিন মালিতা, রাতুল হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক হারুন অর রশিদ। অপরদিকে খাড়াগোদা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গড়াইটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্য প্রস্তক বিতরণ উৎসবের আয়োজন করা হয়।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠ্যপ্রস্তক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, প্রতিষ্ঠানের সভাপতি আমিনুল ইসলাম অপু মোল্লা। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই উৎসব উদ্বোধন করেন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজি খালেদুর রহমান অরুনের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ। আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরিউল ইসলামের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক। পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামানের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক। এরশাদপুর একাডেমির সহকারী প্রধান শিক্ষক মীর কাঞ্জুন আরেফিনের সভাপতিত্বে প্রধান শিক্ষক ফজলুল হক শামীম। এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দীকুর রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠানের সভাপতি এম সবেদ আলী। হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ও মেহেরপুর পল্লি বিদ্যুৎ সমিতির সভাপতি হাজি জিনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি মেহেরপুর পল্লি বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু রায়হান। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, মাস্টার, মেহেরপুর পল্লি বিদ্যুৎ সমিতির গাংনী জোনাল অফিসের ডেপুটি ম্যানেজার আনোয়ারুল আলম, হাটবোয়ালিয়া সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার আলমগীর হোসেন, সহকারী প্রধান শিক্ষক শরিফুজ্জামান লাকী। জেএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিষ্ঠানের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন। সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিনের সভাপতিত্বে সভাপতি মহিদুল ইসলাম মহিদ। এছাড়াও কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, হারদী মীর সামছদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়, নার্গিস ইসলাম বালিকা বিদ্যালয়, ওসমানপুর, ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজ, বেলগাছী মাধ্যমিক বিদ্যালয়, জামজামি বালিকা বিদ্যালয়, বাদেমাজু বাদল স্মৃতি একাডেমি, ডাউকী বশিরা মালিক মাধ্যমিক বিদ্যালয়, খাসকররা মাধ্যমিক বিদ্যালয়, খাসকররা বালিকা বিদ্যালয়সহ উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান বই উৎসব পালন করেছে। এদিকে সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠে বই উৎসব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন প্রতিষ্ঠানের সভাপতি হাসান উজ্জামান হান্নান। এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদ আলী মোল্লা।

ভালাইপুর প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে বিদ্যালয়ের সভাপতি রবিউল হক ঝন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চিৎলা ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নান্টু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, দাতা সদস্য ফরিদ হোসেন, সদস্য কাউছার আলী বিশ্বাস, রকিব উদ্দীন, সিনিয়র শিক্ষক আশরাফ আলী, নাসির উদ্দীন, বেলাল হোসেন, তাজুল ইসলাম, সফি উদ্দীন টিটু, জাফর সাদিক, জামাল উদ্দীন, সাহাবুদ্দীন, জান্নাতুল ফেরদৌস, আদম আলী প্রমুখ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হামিদুল ইসলাম।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলা অডিটোরিয়ামে গতকাল রোববার বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়। দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। সভাপতিত্ব করেন দামুড়হুদা গার্লস স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শফিউল কবীর ইউসুফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা গার্লস স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ ফাহমিদা রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাকি সালাম। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা একাডেমিক সুপারভাইজার মো রাফিজুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগণ।

এদিকে দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি মে মাকসুদুর রহমান রতন। প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী।

কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল করিম। চারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটুদাহ ইউপি চেয়ারম্যান বিদ্যালয়ের সভাপতি শফিকুল ইসলাম শফি। কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ জুলফিকার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রতিষ্ঠানে সভাপতি জাহিদুর রহমান মুকুল। জগন্নাথপুর দাখিল বালিকা মাদরাসার সুপার আব্দুল গাফফারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি সুজাত আলী। এছাড়াও কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, কার্পাসডাঙ্গা বালিকা বিদ্যালয়, তালসারি মাধ্যমিক বিদ্যালয়, কার্পাসডাঙ্গা ইসলামিয়া কিন্ডারগার্টেন ও বেবি টিচিং সেন্টার ও অক্সফোর্ড কিন্ডারগার্টেনসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বই বিতরণ করা হয়।

জীবননগর ব্যুরো জানিয়েছে, সরকারের প্রতিশ্রুতি মোতাবেক বছরের প্রথম দিনই জীবননগর উপজেলার ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭টি মাদরাসায় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও দৌলৎগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রোকুনুজ্জামান। তবে সকল শিক্ষার্থী সব পায়নি। ৪০ থেকে ৮০ ভাগ পর্যন্ত বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে। বাকি বই শিগগিরই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে। এছাড়াও উপজেলার ২২টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বিতরণের জন্য আজ সোমবার প্রতিষ্ঠান কর্তৃপক্ষের হাতে বই তুলে দেয়া হবে।

গতকাল সকালে মাধ্যমিক পর্যায়ের বই উৎসব জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছালেহ মো. মুছার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রোকুনুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু মো. আব্দুল লতিফ অমল, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, প্রেসক্লাব সভাপতি এমআর বাবু, সাধারণ সম্পাদক কাজি সামসুর রহমান চঞ্চল, পৌর কাউন্সিলর রিজিয়া খাতুন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য রমেন বিশ^াস, সদস্য শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, অভিভাবকদের মধ্যে প্রভাষক এন এন তারেক ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেবেকা সুলতানা। জীবননগর উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ১ লাখ ৮৫ হাজার ৯শ’ বইয়ের বিপরীতে বই সরবরাহ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৬শ’, কারিগরি বিভাগের জন্য ১৬ হাজার ৩২০ সেটের বিপরীতে ৪ হাজার ৮শ’ সেট, দাখিল পর্যায়ে ৩৮ হাজার ৩৫০ সেটের  বিপরীতে ৩০ হাজার ৫৫০ সেট এবং এবতেদায়ী পর্যায়ে ১৫ হাজার ৯শ’ সেটের বিপরীতে ১৩ হাজার ৩৫০ সেট বিতরণ করা হয়েছে।

একই সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের বই উৎসবের উদ্বোধন করা হয় দৌলৎগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রধান অতিথি হিসেবে এখানেও বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রোকুনুজ্জামান। এ ছাড়াও জীবননগর উপজেলা আলিম মাদরাসায় বই উৎসবের করা হয়। মাদরাসা অধ্যক্ষ মাও. আব্দুল খালেক বই উৎসবে সভাপতিত্ব করেন।

মেহেরপুর অফিস জানিয়েছে, সারাদেশের ন্যায় মেহেরপুরের সরকারি, বেসরকারি ও কিন্ডারগার্টেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই উৎসব পালিত হয়েছে। মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে গতকাল রোববার সকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি প্রাথমিক সরকারি বালক বিদ্যালয়ের প্রাঙ্গণে সদর উপজেলা পর্যায়ে বই উৎসবের উদ্বোধন করা হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিনের সভাপতিত্বে বই উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ। অনুষ্ঠানের বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এসএম জয়নুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান প্রমুখ।

এদিকে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বছরের প্রথম দিনে বই উৎসবের আয়োজন করা হয়। এদিন সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বই উৎসবের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লিউজা-উল জান্নাহ। প্রধান শিক্ষক মো. মিজানুজ্জামানের সভাপতিত্বে বই উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন উজ্জ্বল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সোহরাব উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম, সিনিয়র শিক্ষক কাজী আনিসুজ্জামান, সেকান্দার আলী, আব্দুল মান্নান, সিরাজ উদ্দিন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এদিকে মেহেরপুর সদর উপজেলার টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার টেংরামারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বই উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা যুবলীগের যুগ্মআহবায়ক ও টেংরামারী মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহীদ সরফরাজ হোসেন মৃদুল। অনুষ্ঠানে বিশেষ ছিলেন ফরিদপুর টাইম্স ইউনিভার্সিটির লেখক ও সম্পাদক প্রভাষক এমএ বাসার। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টেংরামারী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ রুত্তম আলী, মনিরুল ইসলাম, আজিম উদ্দিন প্রমুখ। পরে সেখানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মধ্যদিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও বছরের প্রথম দিন সারা দেশের মতো মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব উদযাপন। ২০২৩ সালের প্রথম দিনে নতুন শ্রেণির জন্য বিনামূল্যে বই পেতে স্কুলের শিক্ষার্থী  এ উৎসবে যোগ দিয়েছে। এদিন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন আমঝুপি ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি বোরহান আহমেদ চুন্নু। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিউজ্জামান, সহকারী শিক্ষক ফারা হোসেন লিটন, আবুল হাসান, শরিফ উদ্দীন, আসাদুল ইসলাম প্রমুখ।

বারাদী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় ও মোমিনপুর বালিকা বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী রেজা। অপরদিকে, মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক জাব্বারুল ইসলাম শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের বই বিতরণ করেন।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের গাংনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়েছে। গতকাল রোববার প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেয়েছে নতুন বই। তবে সরবরাহ না থাকায় প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা সম্ভব হয়নি। রোববার সকালে গাংনীর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এই বই উৎসবের উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

জানা গেছে, গাংনী উপজেলায় ১৬২ প্রাক প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়, ১০টি মাদরাসা ও ৬৭টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। তবে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের বই সরবরাহ না থাকায় শিক্ষার্থীরা ফিরেছেন খালি হাতে। অপর দিকে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই পুর্ণসেট না থাকায় মাত্র তিনটি করে বই দেয়া হয়।

গাংনী উপজেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন জানান, পুস্তক প্রকাশনী থেকে বই সরবরাহ না করায় প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই বিতরণ করা সম্ভব হয়নি। অন্য শ্রেণির পাঠ্যবই কিছুটা সংকট রয়েছে। কিছু দিনের মধ্যে বই সরবরাহ করা হলে শিক্ষার্থীরা বই পাবে। দেরীতে বই বিতরণ হলেও পাঠদানের ক্ষেত্রে কোনো সমস্য হবে না বলেও জানান এই শিক্ষা কর্মকর্তা।

মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহের মহেশপুর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পাঠ্যপুস্তক উৎসব হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন স্থানীয় এমপি চঞ্চল। উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান, মহেশপুর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন প্রমুখ। কোটচাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, কোটচাঁদপুরে বই উৎসবে  বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। কোটচাঁদপুর সরকারি মডেল প্রাইমারি বিদ্যালয়ে সকালে এক উৎসবমূখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়। এ উপলক্ষে আযোজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান  ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম, থানার অফিসার ইনচার্জ  মইন,  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অসিত বরণ, এসএমসি সভাপতি সুবর্ণ শর্মা, সদস্য ও পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাহিদ হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক রাজেদুল ইসলাম। এরপর কোটচাঁদপুর সরকারি মাধ্যমিক দ্যিালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এবং প্রথান শিক্ষক মো. মফিজুর রহমানের পরিচালনায় ও কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ইছাহাক আলীর পরিচালনায় বই বিতরণ করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More