প্রধানমন্ত্রীর দেয়া এ ঘর আপনাদের জন্য আশীর্বাদ

জীবননগরে গৃহহীনদের জন্য নির্মিতব্য ঘর পরিদর্শনকালে জেলা প্রশাসক

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের নির্মিতব্য গৃহহীনদের জন্য ঘর পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। গত শনিবার দুপুরে তিনি খয়েরহুদা গ্রামের কাশেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে নির্মাণাধীন ১০টি ঘর পরিদর্শন করেন।

ঘর পরিদর্শনকালে মৃত আনছার আলীর স্ত্রী হতদরিদ্র ষাটোর্ধ্ব বৃদ্ধা রিজিয়া খাতুন জেলা প্রশাসক আমিনুল ইসলামকে জড়িয়ে ধরে তার অনুভূতি প্রকাশ করেন। আবেগে আপ্লুত হয়ে বলেন, বাপ আমার কোনো ঘর নেই। ছেলে আব্বাছ দিনমজুরের কাজ করে। জমি কিনে ঘর করে বাস করার স্বপ্ন আমরা কোনোদিনই দেখিনি। বাপ আল্লাহ তোমাদের ভালো করুক, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালো করুক। আমি একটি ঘর পেতে যাচ্ছি। এবারের আষাড়ে আর পানিতে ভিজতে হবে না। পাকা ঘরে ছেলে আর নাতনিকে নিয়ে একটু আরামে থাকবো। রিজিয়ার মতো এমন আবেগঘন কথা অন্যদেরও। এসময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান বলেন, শত কষ্টের মুখে পড়লেও এ ঘর আপনারা হস্তান্তর করবেন না। বাড়ির আঙিনা পরিস্কার রাখবেন এবং পরস্পর সৌহাদ্য সম্প্রীতির মধ্যে বসবাস করবেন।

গৃহ পরিদর্শনকালে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবির, প্রেসক্লাব সভাপতি এম আর বাবু ও সাংবাদিক সমিতির সভাপতি জিএ জাহিদুল ইসলাম বাবু প্রমুখ তার সঙ্গে ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More