বার্ড ফ্লুর টিকা তৈরি হচ্ছে ঝিনাইদহে

ঝিনাইদহ প্রতিনিধি: বার্ড ফ্লু রোগের টিকা তৈরি হচ্ছে ঝিনাইদহে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক মো. আলিমুল ইসলামের তত্ত্বাবধানে কোহিনুর পারভীন, মোস্তফা কামাল ও আয়নুল হক তিন বছর গবেষণা করে টিকাটি উদ্ভাবন করেছেন। ‘বাংলা বার্ড ফ্লু এইচ ৯ ভ্যাক’ নামের টিকাটি উৎপাদন ও বিপণনের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন। মুরগির দেহে প্রয়োগের জন্য টিকাটির প্যাটেন্ট, উৎপাদন ও বিপণন করছে ঝিনাইদহের এফএনএফ ফার্মাসিটিক্যালস নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, এখানকার ১৫ জন উৎপাদন কর্মকর্তা এ গবেষণায় সহায়তা করেছেন। আলিমুল ইসলাম প্রতিষ্ঠানটিতে উপদেষ্টা গবেষক হিসেবে কাজ করছেন। বাকি তিনজন প্রতিষ্ঠানেরই গবেষক। বার্ড ফ্লু রোগ প্রতিরোধে ইতিপূর্বে এই টিকা আমদানি করতে হয়েছে। এখন দেশেই পাওয়া যাবে এই টিকা, খরচও পড়বে কম। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, বার্ড ফ্লু রোগে একটি মুরগিকে তিন ডোজ টিকা দিতে হয়। প্রথম ডোজ বাচ্চার বয়স ৭ থেকে ১৪ দিনের মধ্যে, দ্বিতীয় ডোজ দিতে হয় ২৮ দিনে। আর শেষ ডোজ ৬ মাস বয়স হলে দিতে হয়। প্রতি ডোজের দাম পড়ে ছয়-আট টাকা। কিন্তু তাদের উৎপাদিত প্রতি ডোজ টিকার দাম পড়বে সাড়ে পাঁচ টাকা। এতে খরচ কম হবে খামারিদের। প্রতিবছর তাদের কারখানায় ১৫ কোটি টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে। তাঁরা ইতিপূর্বে গরুর খুরা রোগের টিকা, গামবোরো টিকা, ফাউল কলেরা টিকা, রানীক্ষেত রোগের টিকাসহ কয়েকটি টিকা উৎপাদনে সক্ষমতা দেখিয়েছেন। এফএনএফ ফার্মাসিটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মখলেছুল ইসলাম বলেন, এই টিকা উৎপাদনে কতটুকু সক্ষমতা তাদের রয়েছে, তা দেখতে ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল গত বছরের ১৭ ডিসেম্বর ঝিনাইদহে আসে। তারা কারখানা পরিদর্শন করেন এবং বার্ড ফ্লু রোগের টিকা উৎপাদনের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থাকায় উৎপাদন এবং বাজারজাত করার অনুমতি দেন। গত ৫ মে তাঁরা এ অনুমোদন পেয়েছেন। এরপর থেকে তারা উৎপাদন শুরু করেছেন। গত সপ্তাহ থেকে বাজারজাত করা শুরু করেছেন। প্রায় এক কোটি টিকা বাজারে ছাড়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।
অধ্যাপক মো. আলিমুল ইসলাম বলেন, ‘দেশে এই প্রথম বার্ড ফ্লু টিকা উৎপাদিত হচ্ছে, যেটা ঝিনাইদহের এই এফএনএফ ফার্মাসিটিক্যালস করছে। এটা আমাদের সবার জন্য গর্বের বিষয়।’
ঝিনাইদহ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক আনন্দ কুমার অধিকারী জানান, এফএনএফ ফার্মাসিটিক্যালস ইতোপূর্বে গরুর ক্ষুরারোগ ও মুরগির রানীক্ষেতসহ আরও কয়েকটি প্রাণি স্বাস্থ্যের টিকা উৎপাদন করে। ২০০০ সালে ঝিনাইদহের রাউতাইল এলাকায় এফএনএফের কারখানা প্রতিষ্ঠা করা হয়। ২০০১ সাল থেকে তারা উৎপাদনে যায়। তারা মূলত প্রাণীর স্বাস্থ্য নিয়ে কাজ করেন। বার্ড ফ্লুর টিকা ২০১৭ সালে তৈরিতে সক্ষম হয় তারা।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More