বাস্তবমুখি পদক্ষেপে বহুদূর এগিয়েছে দেশ : সম্মিলিত প্রচেষ্টয়ায় উন্নয়ন হবে গতিশীল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উদ্ভাবনী ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে চুয়াডাঙ্গায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উদ্ভাবনী ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে চুয়াডাঙ্গায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেছেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্যোগ বিশ^বাসীর সামনে অনুকরণীয় হয়ে দাঁড়িয়েছে। এ উদ্যোগসমূহ যথযথভাবে বাস্তবায়ন করতে পারলে সমাজের একটি পরিবারও পিছিয়ে থাকবে না।

গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) আরাফত রহমান। উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, সরকারের কর্মসূচি বাস্তবায়নে আমরা যারা মাঠ পর্যায়ে কর্মরত রয়েছি, তাদের আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে। আমাদের দেশে প্রতি বছরের প্রথম দিনে যখন বিনামূল্যে পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়, তখন যে উৎসবের আমেজ ফুটে ওঠে তা বিশ্ববাসী অবাক দৃষ্টিতে দেখে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরাই পেরেছি বাই উৎসব করতে। নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুত, সমাজিক নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, ডিজিটাল বাংলাদেশ, আমার বাড়ি আমার খামার, শিক্ষা সহায়তা ও আশ্রয়ন কর্মসূচি যেভাবে বাস্তবায়ন হচ্ছে তা সত্যিই বিস্ময়কর। আশ্রয়হীনদের বিনামূল্যে বাড়ি দেয়া হচ্ছে। এটা অনেক দেশ ভাবতেও পারে না। আমরা পেরেছি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা একের পর এক উদ্ভাবনী এবং বাস্তবমুখি পদক্ষেপ নিয়ে দেশের অগ্রযাত্রা দিনের পর দিন তরান্বিত করে চলেছেন। প্রধানমন্ত্রীর নিদের্শনা মোতাবেক কর্মসূচি বাস্তবায়নে সর্বস্তরের সকলে দায়িত্বশীল হলে লক্ষ্যে পৌঁছুতে সময় লাগবে না। ইতোমধ্যেই আমরা অনেক কর্মসূচি বাস্তবায়ন করে ফেলেছি।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক প্রমুখ বক্তব্য রাখেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের প্রধান, পিপি, জিপি, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠিত কর্মশালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের তথ্য চিত্র উপস্থাপন করা হয়। উপস্থিতির মধ্যে ১০ ভাগে ভাগ করে উদ্ভাবনী ১০টি বিষয় বাস্তবায়নে সুপারিশসহ মতামত উপস্থাপন করা হয়। উপস্থাপনা শেষে জেলা প্রশাসক সমাপনী বক্তব্য দিয়ে উপস্থিত সকলকে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ সম্পর্কে জনসচেনতা সৃষ্টির পাশাপাশি সম্মিলিতভাবে বাস্তবায়নে আন্তরিক হওয়ার পুনঃপুন অনুরোধ জানান।

কর্মশালার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন পেশ ইমাম কবির আহম্মেদ, ভগবত গীতা পাঠ করেন সুনীল মল্লিক। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গর্ভনেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More