বিচারকার্য দ্রুত সম্পন্নের লক্ষ্যে বিচার বিভাগকে আধুনিকায়ন করা হচ্ছে

চুয়াডাঙ্গায় কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন

স্টাফ রিপোর্টার: খুলনা বিভাগের অধস্তন আদালতের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন চুয়াডাঙ্গা জেলার বিচার বিভাগ পরিদর্শন ও মনিটরিং করেছেন। গতকাল বুধবার সকালে তিনি চুয়াডাঙ্গা সার্কিট হাউসে এসে পৌঁছান। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে সকাল ১০টায় বিচার বিভাগীয় কর্মকর্তাগণের সাথে জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে পুরাতন মামলা দ্রুত নিষ্পত্তিসহ বিচারকার্যে গতিশীলতা আনয়নের লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় করেন। সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, বিচার বিভাগীয় কর্মকর্তা ও পুলিশ বিভাগের সাথে মতবিনিময় সভা করেন বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন। জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম বিপিএম সেবা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় বিচার বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বিচারকার্য দ্রুত সম্পন্নের লক্ষ্যে বিচার বিভাগকে আধুনিকায়ন করা হচ্ছে। মামলার জট নিরসনে অল্প সময়ের মধ্যে মামলার বিচারকাজ সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে। এর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন মাননীয় প্রধান বিচারপতি। তিনি দায়িত্ব গ্রহণের পরপরই আটটি বিভাগে আলাদা আটটি মনিটরিং কমিটি করেছেন। আমি খুলনা বিভাগের দায়িত্বে আছি। জেলার বিচার বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সমš^য়ের মাধ্যমে বিচার ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। চুয়াডাঙ্গায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণের ব্যাপারে বিচারপতি জাহাঙ্গীর হোসেন বলেন, বিচার ব্যবস্থাকে আরও বেগবান করতে চুয়াডাঙ্গায় আলাদাভাবে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ করা হবে। এজন্য ইতোমধ্যে জায়গা নির্ধারণ ও বরাদ্দও পাওয়া গেছে। খুব শিগগিরই কাজ শুরু হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More