বিস্ফোরক মামলায় গ্রেফতার দুর্জয় চার দিনের রিমান্ডে

আওয়ামী লীগের মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ১০ দিনের রিমান্ড চেয়ে শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও আদালত ভবনের ভেতরে বিক্ষুব্ধ জনতা তাকে ডিম নিক্ষেপ করেছে।

এর আগে বুধবার রাতে ঢাকার লালমাটিয়া থেকে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)র হাতে দুর্জয় গ্রেফতার হন। তাকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ একাধিক ধারায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সদর থানার একটি মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষ। আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী উভয় পক্ষের শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পিপি হুমায়ন কবির। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশাসহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী।

পুলিশ জানায়, মানিকগঞ্জ সদর ও দৌলতপুর থানায় দায়ের হওয়া দুটি মামলার এজাহারভুক্ত আসামি দুর্জয়। গত ৩ ডিসেম্বর মানিকগঞ্জ সদর থানায় দায়ের হওয়া মামলা নম্বর ৫-এর এজাহারনামীয় ১৩ নম্বর আসামি দুর্জয়। মামলার বাদী ‘বৈষম্যবিরোধী আন্দোলন-এর নেতা মো. সাদিকুল ইসলাম রাব্বি। এ ছাড়া একই দিনে দৌলতপুর থানায় দায়ের হওয়া মামলায় দুর্জয়কে প্রধান আসামি করা হয়েছে।

২০০১ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন দুর্জয়। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন এবং দলের মনোনয়নে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত হন।

সূত্রমতে, দুর্জয় ৫ আগস্টের পর থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরবন্দি ছিলেন। দুদকের কাছে দুর্জয়ের ১১ কোটি ২১ টাকার টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদকের কাছে তার বিরুদ্ধে মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন কোম্পানি থেকে ৪ কোটি ২২ লাখ টাকা ঘুস নেওয়ার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১১ কোটি ২১ টাকার টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৮ ডিসেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে পরিচালক আবুল হাসনাত এ মামলা করেছিলেন। আরও অভিযোগ রয়েছে, তার নামে পৈতৃক বাড়ি বৈকণ্ঠপুর, ঘিওর, মানিকগঞ্জে ১২ বিঘা জমি, মানিকগঞ্জ শহরে ১ তলা বাড়ি, বিভিন্ন ব্যাংকে ও ব্যবসায় বিনিয়োগসহ কোটি কোটি টাকার সম্পদ রয়েছে।

দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা : নাঈমুর রহমান দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গত ৩ অক্টোবর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আস সামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন সার্বিক) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। ওইদিন দুদকের পক্ষ থেকে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করা হয়। ২৬ সেপ্টেম্বর দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের ব্যাংক হিসাব তলব করে সংস্থাটি। এরপর ৩ অক্টোবর তাদের দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আদালত।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More