মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

মাথাভাঙ্গা ডেস্ক: মহান একুশের শহীদদের আত্মত্যাগ বিশ্বসভায় পেয়েছে অনন্য মর্যাদা। সেই রক্তাক্ত স্মৃতিবিজড়িত অমর একুশে ফেব্রুয়ারি আজ রোববার। শোক আর গর্বের মহিমান্বিত একটি দিন। আজ জাতীয় শহীদ দিবস। দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও বিশ্বব্যাপী পালিত হবে। দিবসের প্রথম প্রহরে চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান। আজ সারাদিন বুকে শোকের প্রতীক কালো ব্যাজ ধারণ করে খালি পায়ে সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হবে। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গান গেয়ে শহীদদের স্মরণে বুকে কালো ব্যাজ ধারণ করে, শ্রদ্ধার ফুল হাতে মানুষের পদযাত্রা চলবে শহীদ মিনার অভিমুখে। স্মৃতির মিনারে শ্রদ্ধায় অবনত হবে লাখো মানুষ। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক দলগুলো পৃথক বাণী দিয়েছে। আজ সরকারি ছুটির দিন। সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্মরণ করা হবে একুশের আত্মত্যাগ ও মহিমা।
চুয়াডাঙ্গায় ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, বিচার বিভাগের পক্ষে সিনিয়র জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান, জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার জাহিদুল হাসান, জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, সহসভাপতি নাছির আহাদ জোয়ার্দ্দার, যুগ্মসাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, পৌরসভার পক্ষে মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে নুরুল ইসলাম মালিক ও আবু হোসেন, স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান, সদর উপজেলার পক্ষে চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস ও ইউএনও মুহা. সাদিকুর রহমান, জেলা যুবলীগের পক্ষে আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, ছাত্রলীগের পক্ষে সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সহসভাপতি শাহাবুল হোসেন ও সাধারণ সম্পাদক মো. জানিফ, স্বেচ্ছাসেবক লীগের পক্ষে মতিয়ার রহমান মতি, জেলা বিএনপির পক্ষে যুগ্ম-আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, জেলা যুবদলের সভাপতি শরিফ উর জমান সিজার ও সিনিয়র সহ সভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু’র নেতৃত্বে এবং সদর উপজেলা যুবদল ও পৌর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, ছাত্রদল একাংশের পক্ষে যুগ্মসাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পক্ষে সভাপতি সরদার আল আমিন, সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের পক্ষে সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক মাথাভাঙ্গার পক্ষে সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিন, তারাদেবী ফাউন্ডেশনের পক্ষে ওয়ায়েস কুরুনি টিটু।
এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের মধ্যে পুষ্পস্তবক অর্পণ করে জেলা পরিষদ, সরকারি কলেজ, সরকারি আদর্শ মহিলা কলেজ, আনসার ও ভিডিপি, গণপূর্ত, এলজিডিইডি, ওজোপাডিকো চুয়াডাঙ্গা, পানি উন্নয়ন বোর্ড, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, টেকনিক্যাল স্কুল ও কলেজ, পৌর ডিগ্রি কলেজ, পৌর আওয়ামী লীগ, সাবেক যুবলীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, বঙ্গবন্ধু ছাত্রপরিষদ, রেড ক্রিসেন্ট সোসাইটি, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সমিতি, সাম্যবাদী দল এমএল।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, সরোজগঞ্জে ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। গতরাত ১২টা ১ মিনিটে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ, কুতুবপুর ইউনিয়ন পরিষদ, সরোজগঞ্জ আঞ্চলিক শাখা ছাত্রলীগের উদ্যোগে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক, সাংগঠনিক সম্পাদক জহুরুল আলম জবির, যুগ্মসম্পাদক আশিকুর রহমান, জিল্লুর রহমান, ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা আব্দুর রহমান মসনাত, ব্লাকস্পইডার ক্লাবের সভাপতি আব্দুর জব্বার, ইমু মাস্টার, রিপন, রিমাস, রুবেল, রফিক, আলমগীর হোসেন, আশাবুল হক লাটিম প্রমুখ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসন, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠণের পক্ষ থেকে শহীদ মিনারে গতরাত ১২টা ১ মিনিটে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী, ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবীর, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আলমগীর কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন, উপজেলা খাদ্য কর্মকর্তা (ওসিএলএসডি) মিয়ারাজ হোসাইন, খাদ্য পরিদর্শক রাকিবুল ইসলাম, শহীদ মিনারের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন।
উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলীর নেতৃত্বে বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী, উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, বীর মুক্তিযোদ্ধা ডা. সাহাবুদ্দিন আহমেদ সাবু শেখ নূর মোহাম্মদ জকু, অগ্নিসেনা ময়নদ্দিন, ওয়াজেদ আলী পুষ্পমাল্য অর্পণ করেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীরের নেতৃত্বে পুলিশ পুরিদর্শক তদন্ত মাসুদুর রহমান থানা পুলিশ পুষ্পমাল্য অর্পণ করেন। আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী রবিউল, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলম হোসেন প্রমুখ।
আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনুর নেতৃত্বে পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, আলাল উদ্দিন, খন্দকার মজিবুল ইসলাম, আলাল আহমেদ, আশরাফুল হোসেন বাবু, বাপ্পি, ডালিম হোসেন ও সাইফুল পুষ্পমাল্য অর্পণ করে।
উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সোনাহার ও পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুল হক ডিটুর নেতৃত্বে যুগ্মআহ্বায়ক তাফসির আহমেদ মল্লিক লাল, রাজু, যুবলীগ সদস্য নেসার আহমেদ প্রিন্স, শেখ মনিরুল, মনিরুজ্জামান হিটুসহ সকল নেতাকর্মী পুষ্পমাল্য অর্পণ করেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহমেদ ডন ও পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকারের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করেন।
আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন ও সম্পাদক কামাল হোসেনের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করেন। উপজেলা কৃষকলীগ, মৎস্যজীবী লীগ, আলমডাঙ্গা সরকারি কলেজ, আলমডাঙ্গা সরকারি পাইলট বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়, আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ, আলমডাঙ্গা পাইলট বালিকা বিদ্যালয়, আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদরাসা, সামাজিক সঙ্ঘ মহনা বন্ধু সমিতি, আলমডাঙ্গা মুক্তমনা ফাউন্ডেশন, পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসানউজ্জামান হান্নান, সহসভাপতি হেলাল উদ্দিন, মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মাস্টার, আওয়ামী লীগ নেতা মইন আহমেদ প্রমুখ।
এছাড়া জেহালা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোকলেছুর রহমান শিলন, যুগ্মআহ্বায়ক হারুন অর রশিদ বকুল, দেবেন্দ্রনাথ হিরালাল, আনারুল ইসলাম প্রমুখ।
অপরদিকে, মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পিটিআই ফুটবলমাঠ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান নিপুল মেম্বার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিশ্বাস নান্নু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহ আল মামুন রতন, বীর মুক্তিযোদ্ধা সাজেদুর রহমান জোয়ার্দ্দার মুক্তার প্রমুখ।
দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদায় রাত ১২টা ১মিনিটে স্থানীয় শহীদ মিনারে সকল শহীদদের স্মরণে শহীদ বেদিতে পুষ্পস্তাবক অর্পণ করেছেন দামুড়হুদা উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহামান। পরে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের পক্ষে পুষ্পমাল্য স্তাবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, বীর মুক্তিযোদ্ধা, দামুড়হুদা মডেল থানা, দর্শনা থানা, উপজেলা যুবলীগ, উপজেলা কৃষকলীগ, দামুড়হুদা প্রেসক্লাব, ওদুদ শাহ ডিগ্রি কলেজসহ উপজেলার বিভিন্ন দফতর, সামাজিক, সাংস্কৃতিক অংগসংগঠন শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, সাবেক উপজেলা বীর মুক্তিযোদ্ধার কমান্ডার আছির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো মনিরুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো মশিউর রহমান, উপজেলা নির্বাচন অফিসার ইসহাক আলী, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, উপজেলা আইসিটি প্রোগামার আরিফুল ইসলাম, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, দামুড়হুদা মডেল থানার ওসি আবুল খালেক, দর্শনা থানার ওসি মাহাবুবুর রহমান প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে গতরাতে প্রথম প্রহরে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহানগর উদ্যানে অবস্থিত শহীদ মিনারে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে দিনটি সূচনা করা হয়। রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান জেলাবাসীর পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর সেখানে বিচার বিভাগের পক্ষে জেলা ও দায়রা জজ এসএম আব্দুস সালাম, পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার এস এম মুরাদ আলি, মেহেরপুর পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) পক্ষে জেলা পুনাকের সভানেত্রী তাহেরা রহমান, পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ আবদুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্মসম্পাদক অ্যাড. এসএম ইব্রাহীম শাহীন, মেহেরপুর জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, পৌরসভার পক্ষে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর জেলা যুবলীগের পক্ষে আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা ছাত্রলীগের পক্ষে সভাপতি আবদুস সালাম বাঁধন, মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিন, মেহেরপুর জেলা যুবমহিলা লীগের পক্ষে সভানেত্রী সামিউন বাসির পলি, মেহেরপুরে এলজিইডির পক্ষে প্রকৌশলী আব্দুর রহমান, মেহেরপুর জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি অ্যাড. মিয়াজান আলী, জাতীয় মহিলা সংস্থার পক্ষে চেয়ারম্যন শামীম আরা হীরাসহ মেহেরপুর প্রেসক্লাব মেহেরপুর ফ্রেন্ডস ফাউন্ডেশন, জাগো বাঙালিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাত ১২-০১ মিনিটে মুজিবনগর শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার ও উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস। পরে মুজিবনগর থানার পক্ষে ওসি মো. আব্দুল হাশেম, ট্যুরিস্ট পুলিশ, মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধার পক্ষে হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের পক্ষে পৃথকভাবে উপজেলা আ.লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস ও পৃথকভাবে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ আমাম হোসেন মিলু, উপজেলা যুবলীগের পক্ষে সভাপতি কামরুল হাসান চাঁদু, জেলা জাতীয়পাটি (জেপি) পক্ষে প্রকাশনা সম্পাদক উজ্জল হোসেন, উপজেলা ছাত্রলীগের পক্ষে সভাপতি হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক শেখ সাকিব, উপজেলা কৃষকলীগের পক্ষে সভাপতি নজরুল ইসলাম ও সম্পাদক মনিরুজ্জামান টিটু, বাগোয়ান ইউপি পরিষদের পক্ষে চেয়ারম্যান আয়ূব হোসেন, দারিয়াপুর ইউপি পরিষদের পক্ষে তৈফিকুল বারী বকুল, মোনাখালী ইউপি পরিষদের পক্ষে মফিজুর রহমান, বাগোয়ান ইউপি যুবলীগের পক্ষে আহবায়ক আজিজুর রহমান মুংলা, যুগ্মআহবায়ক মি. বাবুল মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষে সহসভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক আরিফ, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে সভাপতি মুজিবর রহমান মধু, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে সভাপতি রফিকুল ইসলাম রফা, মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে সভাপতি রেজাউর রহমান নান্নু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বল্টু, বাগোয়ান ইউনিয়ন মৎস্যজীবী লীগের পক্ষে সভাপতি আলিবদ্দীন শেখ ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন পুষ্পার্ঘ অর্পণ করে। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More