মেহেরপুরে গ্রাম আদালত ব্যবস্থা সক্রিয়করণ সংক্রান্ত মতবিনিময়সভায় জেলা ও দায়রা জজ
বিরোধ মেটাতে চেয়ারম্যানদেরকে স্বচ্ছ ও নিরপেক্ষ থাকতে হবে
মেহেরপুর অফিস: ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে মানুষের বিশ্বাস যোগ্যতা অর্জন করতে হবে। আমাদের দেশে দলীয় সেন্টিমেন্টটা একদম তৃণমূল পর্যায়ে চলে গেছে। তবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তিনি যেন দলীয় লোক হয়ে না যায়। কারণ ইউনিয়নবাসী কেউ একক দল করে না। গণতান্ত্রিক দেশে একেকজন একেক দল করবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তাই যখন দায়িত্ব পালন করবেন বা বিচার করবেন তখন দলকানা কেউ হয়ে যাবেন না। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের প্রতি এই আহবান জানিয়েছেন মেহেরপুর সিনিয়র জেলা ও দায়রা জজ এস.এম নাসিম রেজা। বুধবার বিকেলে গ্রাম আদালত ব্যবস্থা সক্রিয়করণ সংক্রান্ত মতবিনিময় সভায় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, কিছুদিন আগে আমাদের কাছে একজন অভিযোগ করলেন, আমরা চেয়ারম্যানের কাছে গেলে দেখি যে চেয়ারম্যানের সামনের যে চেয়ারগুলো থাকে আমাদের ইউনিয়নের সবচেয়ে খারাপ ছেলেগুলো বসে থাকে। চেয়ারম্যানের কাছে যা-ই বলতে যায় না কেন; বলারই সুযোগ থাকে না। তাহলে চেয়ারম্যানের প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা কোন জায়গায় পৌঁছুবে তা আপনারাই বিচার করেন। বিরোধের আপোষ খুবই গরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, আপোস যদি করা যায় তাহলে খুব সহজেই সুরাহা হয়। পুলিশের কাছে কোন বিরোধ গেলে তা যদি স্বচ্ছতার সাথে ওসি সাহেবরা নিষ্পত্তি করেন তাহলে আমার মনে হয় কোর্টর থেকে তা কোন অংশে কম কার্যকরী হয় না। গ্রাম আদালতের কাজ সক্রিয়ভাবে করা গেলে আদালতের মামলা অনেক কমে যাবে উল্লেখ করে তিনি বলেন, গ্রাম আদালতের মাধ্যমে খুব সহজেই বিচার প্রার্থীদের বিচার দেয়া সম্ভব। আমরা শুনেছি দেশে ৪২ লাখ মামলা বিচারাধীন আছে। যা প্রতিনিয়তিই বাড়ছে। আমরা ২ হাজার জজ-ম্যাজিস্ট্রেট সেটা সলভ করার চেষ্টা করছি। আমি আশা করবো আপনারা স্বচ্ছতার ভিত্তিতে আরও সক্রিয়ভাবে গ্রাম আদালতের কাজগুলো করবেন। আপনারা যে যেই দল করুন না কেন দলের পরিধি থেকে বেরিয়ে এসে নিয়মতান্ত্রিকভাবে কাজ করবেন। অনুষ্ঠানে গ্রাম আদালতের সক্রিয়করণ প্রকল্পের অগ্রগতি উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম। অবহিতকরণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুর নবী, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাহান আলী, মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক তরিকুল ইসলাম, সিনিয়র সহকারী জজ মাসুদ রানা, জেলা ও দায়রা জজের বিচারক তহিদুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ গ্রাম আদালত সংশ্লিষ্ঠ বিভিন্ন ব্যক্তিবর্গ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.