সন্তানের শোকে জ্ঞান হারানো বৃদ্ধ মায়ের রেললাইনে আত্মহত্যার চেষ্টা: ট্রেন চালক ও এলাকাবাসীর তৎপরতায় রক্ষা।

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের এক স্কুল শিক্ষকের অকাল মৃত্যুতে শোক সইতে না পেরে রেললাইনে আত্মহত্যার চেষ্টা করেছেন তার বৃদ্ধা মা। রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ী এক্সপ্রেস ট্রেনের কাছাকাছি ছুটে গেলেও, ট্রেন চালকের দক্ষতা এবং স্থানীয় জনগণের দ্রুত প্রচেষ্টায় এ যাত্রায় তিনি রক্ষা পান।

জানা যায়, চুয়াডাঙ্গা জেলা সদরের হাজরাহাটি এলাকার মৃত সালেহারের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, যিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন, আজ সকালে স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন।
ছেলের এমন আকস্মিক মৃত্যু সংবাদ শুনেই মা ছকিনা খাতুন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং শোকে আত্মহত্যার পথ বেছে নেওয়ার চেষ্টা করেন। তিনি ছুটে যান চুয়াডাঙ্গা রেলস্টেশনের পাশে ফার্মপাড়া রেল গেটের কাছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাগরদাঁড়ী এক্সপ্রেস ট্রেনটি যখন দ্রুতগতিতে এগিয়ে আসছিল, ঠিক তখনই ছকিনা খাতুন রেললাইনের দিকে যেতে শুরু করেন। ওই মুহূর্তে কর্তব্যরত ট্রেন চালক পরিস্থিতি দ্রুত আঁচ করতে পেরে দক্ষতার সঙ্গে জরুরি ব্রেক করে ট্রেনটি থামিয়ে দেন।
ট্রেন থামার সাথে সাথেই স্থানীয় এলাকাবাসী এবং লোকজন দ্রুত ছুটে গিয়ে তাঁকে রেললাইন থেকে টেনে নিরাপদে উদ্ধার করেন।
বর্তমানে বৃদ্ধা ছকিনা খাতুনকে স্থানীয়ভাবে দেখভাল করা হচ্ছে এবং শোকের ধাক্কা কাটিয়ে ওঠার জন্য পরিবারের সদস্যরা তাকে সান্ত্বনা দিচ্ছেন। এই ঘটনাটি হাজরাহাটি এলাকাজুড়ে গভীর শোক এবং আলোচনার জন্ম দিয়েছে। ট্রেন চালক ও এলাকাবাসীর সময়োচিত তৎপরতায় একটি চরম দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
এবিষয়ে রেলওয়ে পুলিশ জানায়,চুয়াডাঙ্গা জিআর‌পি পু‌লি‌শের এসআই জগ‌দিশ কুমার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছায়, এর আগেই ঐ বৃদ্ধাকে স্থানীয় এলাকাবাসী সরিয়ে নেয় ট্রেন চালকের দক্ষতার কারণে ওই বৃদ্ধা প্রাণে বেঁচে যান।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More