সরকারের মূল্যবান সম্পদ চিনিকল বাঁচাতে নিষ্ঠার সাথে কাজ করার তাগিদ

কেরুজ চিনিকলের ২০২০-২১ আখ মাড়াই মরসুমের সূচনাকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
দর্শনা অফিস: কেরুজ চিনিকলের ২০২০-২১ আখ মাড়াই মরসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। চিনিকলটি লোকসান কমিয়ে লাভের আশায় এ মরসুমের পথচলা শুরু হলো। বেশ কয়েক মাড়াই মরসুম শাদা-মাটা পরিবেশে শুরু করলেও এবার খানেক ধুমধামের সাথে চিনিকলের কেন কেরিয়ার চত্বরে অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী সভা। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক হুইপ, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, যুগযুগ ধরে চাষিকূল আমাদের অর্থনৈতিক বুনিয়াদকে সমৃদ্ধ করেছে। কৃষি বান্ধব এ সরকার কৃষকের সকল সুবিধা নিশ্চিত করতে হাতে নিয়েছে বিভিন্ন কর্মসূচি। তেমনিভাবে দেশের চিনি শিল্পকে বাঁচাতে আখচাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্ট সকল কর্মচারী ও কর্মকর্তাকে এগিয়ে আসতে হবে। সেক্ষেত্রে বেশি বেশি করে আখ চাষের মধ্যদিয়েই সম্ভব দেশের এ মূল্যবান সম্পদ চিনিশিল্পকে রক্ষা করা। বিগত দিনে যারা ক্ষমতায় এসেছিলো, তারা কখনো ভাবেনি এ দেশের কৃষকের কথা, ভাবেনি শ্রমিকের কথা, ভাবেনি দেশের মেহনতি মানুষের কথা। তারা দেশের সম্পদ নষ্ট করে নিজের আখের গুছিয়েছে। তারাই দেশের শিল্প প্রতিষ্ঠানকে ধ্বংশের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিলো। বন্ধ করে দিয়েছিলো দেশের বহু শিল্প কল-কারখানা। বেকার করেছিলো বহু শ্রমিক-কর্মচারীকে। তাই দেশের মানুষ ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল প্রতিকূলতা মোকাবেলা করে দেশকে উন্নয়নের স্বর্ণ শিকরে পৌঁছে দিয়েছে, ঠিক তখনি মাথা চাড়া দিয়ে উঠেছে একটি মহল। তারা কখনো এ দেশকে নিজের দেশ হিসেবে মানতে পারেনি। এখনো তারা স্বপ্ন দেখে পাকিস্তানের। যে কারণে ধর্মের ধোয়া তুলে দেশে অরাজকতা সৃষ্টি করছে। তাই ওদের মোকাবেলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে এগিয়ে আসতে হবে। কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য, জেলা আ.লীগের সহসভাপতি হাজি আলী আজগার টগর বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার স্থপতি, বাঙালি জাতির মুক্তিদাতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন শিল্প সমৃদ্ধশীল সোনার বাংলাদেশের। তাই তিনি দেশের চিনিকলগুলো রাষ্ট্রীয়করণ করেছিলেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সু-নিপুণভাবে দেশ পরিচালনা করছে। যে কারণে দেশের মানুষ এখন শান্তিতে আছে। শান্তিপ্রিয় বাঙালি শান্তিতে থাকতে চায় বলেই বারবার আ.লীগকে ক্ষমতার সিংহাসনে বসায়। তাই আসুন দেশ, জাতি তথা সমাজের উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গঠনে প্রত্যয়ী হই। কেরুজ চিনিকল এ এলাকাকে আলোকিত করে রেখেছে। এ অঞ্চলের অন্যতম অর্থনৈতিক চালিকা শক্তি এ মিলটিকে বাঁচিয়ে রাখতে বেশি বেশি আখচাষের কোনো বিকল্প নেই। সেই সাথে শ্রমিক-কর্মচারীদের হতে হবে সৎ ও নিষ্ঠাবান। কোনোভাবেই যেন কেরুজ চিনিকলকে সরকার বন্ধ না করে সেদিকে আমরা দুজন সচেষ্ট থাকবো। প্রয়োজনে নেত্রীর সাথে কথা বলবো। চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) গিয়াস উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠিত সভার শুরুতেই মিলের সার্বিক দিক তুলে ধরে, কৃষক ও শ্রমিক-কর্মচারীদের দিক-নির্দেশনামূলক স্বাগত বক্তব্য দেন, মিলের ব্যবস্থাপনা পরিচালনা মো. আবু সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য দেন, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) কনক কান্তি দাস, দামুড়হুদা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, আখচাষি কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল বারী। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহব্বুর রহমান কাজল, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সহসম্পাদক খবির উদ্দিন, সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, সহসভাপতি ফারুক আহমেদ, আখচাষি নেতা হাজি আকমত আলী, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোট, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা প্রমুখ। উদ্বোধনী আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ শাহাব উদ্দিন, মহাব্যবস্থাপক (অর্থ) রাব্বিক হাসান, মহাব্যবস্থাপক (কৃষি) গিয়াস উদ্দিন, মহাব্যবস্থাপক (ডিস্টিলারি) ফিদাহ হাসান বাদশা, মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা। আলোচনাপর্ব শেষে সর্বোচ্চ আখচাষের পুরস্কার পান শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী ও পরানপুরের ইন্তাজুল। একর প্রতি সর্বোচ্চ উৎপাদনের জন্য পুরস্কার পেয়েছেন ঈশ্বরচন্দ্রপুরের শওকত আলী। পুরস্কারের পালা শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুল ইসলাম লিটু। ডোঙ্গায় আখ নিক্ষেপণের মধ্যদিয়ে চলতি মাড়াই মরসুমের শুভ উদ্বোধন করেন এমপি ছেলুন জোয়ার্দ্দার ও আলী আজগার টগর।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More