সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ইব্রাহিম বাবুর বাড়িতে এনসিপির শীর্ষ নেতারা, রক্ত বৃথা যেতে দেবেন না বলেও হুঁশিয়ারি

স্টপ রিপোর্টার:চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত ইব্রাহিম বাবুর পরিবারের পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এনসিপির কেন্দ্রীয়, উত্তর ও দক্ষিণাঞ্চলীয় নেতৃবৃন্দ নিহতের গ্রামের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলীয় আহ্বায়ক সারজিস আলম, দক্ষিণাঞ্চলীয় প্রতিনিধি হাসনাত আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক সদস্যের প্রতিনিধি দল নিহত ইব্রাহিমের বাড়িতে পৌঁছে তার পিতা নুর ইসলাম, মাতা হাজেরা বেগম, স্ত্রী সাহিনা বেগম এবং তিন বছরের কন্যা আয়েশা খাতুনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ঘটনার বিস্তারিত শোনেন।
শোকাবহ পরিবেশে নাহিদ ইসলাম বলেন, “এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার আমরা চাই। এই পরিবারটি একা নয়—আমরা আছি, এনসিপি আছে। ইব্রাহিম বাবুর রক্ত বৃথা যেতে দেবো না।” তিনি সকলকে নিহত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
পরে এনসিপি নেতারা নিহত ইব্রাহিম বাবুর কবর জিয়ারত করেন এবং কিছু সময় নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। এরপর সীমান্তের দিকে গিয়ে তারা স্লোগান দেন—“ইব্রাহিমের রক্ত বৃথা যেতে দেবো না!”
এদিন বিকেল ৫টার দিকে দলটি দর্শনা বাসস্ট্যান্ড মোড়ে স্থানীয় জনতার সঙ্গে মতবিনিময় শেষে ঝিনাইদহের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ত্যাগ করে।
এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More