হেক্সাগার্ড রোভার’ উদ্ভাবক জিহাদের পাশে তারেক রহমান-আর্থিক সহযোগিতা নিয়ে চুয়াডাঙ্গায় ‘আমরা বিএনপি পরিবার’- প্রতিনিধি দল।

স্টাফ রিপোর্টার:আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের জন্য স্বর্ণপদক জয়ী তরুণ উদ্ভাবক ও গবেষক জাহিদ হাসান জিহাদ-এর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাবের প্রতিষ্ঠাতা এবং দর্শনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র জিহাদের মেধাভিত্তিক উৎকর্ষ বৃদ্ধিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।

আর্থিক সহযোগিতা হস্তান্তর
তারেক রহমানের পক্ষ থেকে আজ শনিবার (১১ অক্টোবর ২০২৫) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল চুয়াডাঙ্গার দর্শনা উপজেলা সদরের পরানপুরে জাহিদ হাসান জিহাদের গ্রামের বাড়িতে যায়।
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেশন কমপিটিশন অ্যান্ড এক্সিবিশনে (ওয়াইস) ২০২৫-এ ‘হেক্সাগার্ড রোভার’ রোবট উদ্ভাবনের জন্য জিহাদ আইটি ও রোবোটিক্স ক্যাটাগরিতে বিশ্বের প্রায় দুই শতাধিক দলের মধ্যে সেরা নির্বাচিত হয়ে স্বর্ণপদক অর্জন করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনেন।
‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা তরুণ উদ্ভাবক জিহাদের সাথে সাক্ষাৎ করেন। এসময় তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয় এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে জিহাদের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়।
প্রতিনিধি দল ও উপস্থিত ব্যক্তিবর্গ
‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন— বিএনপি’র উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সভাপতি মাহমুদ হাসান খান বাবু, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, মোঃ আবুল কাশেম ও ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদাত হোসেন এবং বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ প্রমুখ।
এ সময় তরুণ উদ্ভাবক জাহিদ হাসান জিহাদের সাথে উপস্থিত ছিলেন তার মা মোছাঃ নাসিমা খাতুন ও বোন সুমাইয়া তাসমিন ঈশিতা। এছাড়াও তার গবেষণা দলের সদস্য খাজা মুদাছির ইবনে আজম, মোঃ স্বপন আলী, মোহাম্মদ আসাদুজ্জামান সাব্বির, মোহাম্মদ সাব্বির হাসান, মোঃ মজিতূল ইসলাম সিফাত, মোহাম্মদ নাসিম হোসেন নূর ও মোহাম্মদ হাসিবুল হাসান সেখানে উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত পরিচিতি
উল্লেখ্য, জাহিদ হাসান জিহাদ চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার সদরের পরানপুর গ্রামের জয়নাল আবেদীন ও নাসিমা খাতুনের ছেলে। মধ্যবিত্ত পরিবারের সন্তান জিহাদ ছেলেবেলা থেকেই আবিষ্কারের নেশায় মত্ত। সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘ওয়াইস’ ২০২৫-এ তার উদ্ভাবিত ‘হেক্সাগার্ড রোভার’ রোবটটি সেরা নির্বাচিত হয়ে স্বর্ণপদক অর্জন করে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More