৫শ টাকার ১৬টি জালনোটসহ চুয়াডাঙ্গার তিনজনকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব

স্টাফ রিপোর্টার: ৫শ টাকার ১৬ টি জালনোটসহ চুয়াডাঙ্গার তিনজন র‌্যাব’র হাতে ধরাপড়েছে। রোববার দুপুরে সরোজগঞ্জ বাজার এলাকা থেকে এদের আটক করা হয় বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব-৬ ঝিনাইদহ সিপিসি-২ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ ক্যাম্পের একটি অভিযানিকদল সরোজগঞ্জ বাজারের আব্দুল্লাহ কফি হাউসের সামনে অভিযান চালায়। এ সময় ধরাপড়ে চুয়াডাঙ্গা জেলা সদরের হানুরবাড়াদি গ্রামের মৃত মেছের আলীর ছেলে মোফাজ্জেল হোসেন মোফা (২৪), পিরোজখালীর মৃত শাহ আলম মল্লিকের ছেলে মোস্তাফিজুর রহমান মিলন (৩২) ও ডিঙ্গেদহের শাহাবুল মালিতার ছেলে খাইরুল বাশার (২৪)। র‌্যাব জানিয়েছে, এদের নিকট থেকে ১৬টি ৫শ টাকার জাল নোট, একটি মোটরসাইকেল, ২টি মানিব্যাগ, ৩টি মোবাইলফোন সেট, ৬টি সিমকার্ড।
আটককৃতদের র‌্যাব ক্যাম্পে নিয়ে প্রাথিমক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে চুয়াডাঙ্গা সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ অ ধারাায় মামলাসহ এদেরকে হস্তান্তর করা হয়। র‌্যাব বলেছে, এরা জালটাকা প্রস্তুত ও বাজারে ছড়ানো চক্রের সক্রিয় সদস্য।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More