দামুড়হুদায় অপহরণের ৬দিনপর রক্তাক্ত জখম অবস্থায় বাড়ি ফিরেছেন অপহৃত তাজমুল 

দামুড়হুদা অফিসঃ   
দামুড়হুদার কার্পাসডাঙ্গা থেকে অপহৃত তাজমুল ইসলাম কে (২৮) অপহরণের ৬দিন পর রক্তাক্ত জখম অবস্থায়  ছেড়ে  দিয়েছে অপহরণকারীরা। গত রোববার তাজমুল কার্পাডাঙ্গা বাজার থেকে অপহরণ হয়।এবং গত শুক্রবার সকালে ৯টার দিকে তাকে ছেড়ে দেয় অপহরনকারীরা। অপহৃত তাজমুল ইসলাম কার্পাসডাঙ্গা বাজারপাড়ার আকবার আলীর ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমজাদ হোসেন বলেন,গত রোববার কার্পাসডাঙ্গা থেকে তাজমুল নামে এক যুবক অপহরন হয়। অপহরণের ৬দিন অপহৃত তাজমুল ইসলাম কে অপহরণকারী চক্র গত শুকুবার সকালে ছেড়ে দিয়েছে। এঘটনায় অপহৃত তাজমুল ইসলাম এর বাবা আকবার আলী শুক্রবার দুপুরে
দামুড়হুদা মডেল থানায় ৭জনের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা দায়ের করে।
দামুড়হুদা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল খালেক বলেন, গত রোববার কার্পাসডাঙ্গা থেকে তাজমুল ইসলাম নামে এক যুবক অপহরণ হয়। ধারনা করা হচ্ছে স্বর্ণ চোরাকারবারির সাথে জড়িত থাকার কারণেই তাকে অপহরণ করা হয়। তবে থানা পুলিশের কঠোর ভূমিকায় অপহরণকারীরা শুক্রবার সকালে ছেড়ে দেয় তাকে। পরে শুক্রবার দুপুরে অপহৃত তাজমুল ইসলামের পিতা বাদি হয়ে  ৭জনের নামে অপহরণ মামলা করে। মামলার আসামীদের আটকে পুলিশি অভিযান অব্যাহত আছে।
দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে  স্বর্ণর বার ছিনিয়ে নেওয়ার  ঘটনায় অপহরণ ও তারিকুল ইসলাম কে মারপিটের ঘটনার সঠিক তদন্ত পূর্বক  অপরাধীদের আইনের আওতায় আনতে প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More