স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারি পদে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে চাকরি প্রার্থীরা। সোমবার দ্বিতীয় দিনের মতো সকাল থেকে সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা। এর সাথে সংহতি জানান বিভিন্ন রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
চাকরি প্রার্থীদের অভিযোগ, গত ২০ জুন চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে। পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস, অনুপস্থিত পরীক্ষার্থীদের উত্তীর্ণ দেখিয়ে চূড়ান্ত করা ও এক এলাকার প্রার্থীকে আরেক এলাকায় মনোনীত করার মতো অনিয়ম দেখা গেছে। অথচ এতকিছুর পরও তড়িঘড়ি করে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাই সিভিল সার্জন। আমরা এই নিয়োগ পরীক্ষা বাতিল চাই, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দীনের প্রত্যাহার চাই এবং সুষ্ঠু তদন্ত চাই।
এদিকে, আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেনা সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেনা সদস্যরা আন্দোলনকারীদের কাছে কথা বলে সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন। অপরদিকে ডিবি পুলিশের ভূমিকা নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন আন্দোলনরতরা।
নিয়োগ ও স্বাস্থ্য কর্মকর্তার অনিয়ম দুর্নীতি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার হয়। গত ৩ জুলাই স্বাস্থ্য অধিদপ্তর থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদন প্রায় চূড়ান্ত।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.