চুয়াডাঙ্গার মোমিনপুরে তক্ষ সাপ ধরতে গিয়ে গরু চোর সন্দেহে ৪ জনকে গণধোলাই

মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামে তক্ষ সাপ ধরতে গিয়ে গরু চোর সন্দেহে ৪জন গণধোলাইয়ের শিকার হয়েছে। গত রোববার দিনগত রাত ৮টার দিকে মোমিনপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের ফজলু ছেলে লালটু, সরিষাডাঙ্গা গ্রামের মঙ্গল সরদারের ছেলে অজিত, আমিরপুর গ্রামের শহিদুলের ছেলে আরিফুল ও শোলগাড়ি গ্রামের হাতিয়ারের ছেলে কুতুব খেজুরতলা গ্রামের রিকাত ম-লের ছেলে সামসুলের বাড়ির আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি সময় তাদেরকে গ্রামবাসী আটক করে। এসময় তাদেরকে আটক করে গ্রামবাসী গণধোলাই দেয়। পরের জিজ্ঞাসাবাদে তারা জানায়, শামসুলের বাড়ির পাশে তক্ষ সাপ রয়েছে। সেই সাপ ধরার জন্যই রাতে বৃষ্টি উপেক্ষা করে বসেছিলো। এলাকাসূত্রে জানায়, গণধোলাইয়ের শিকার চারজন তক্ষ সাপের ব্যবসা করে বলে এলাকায় অভিযোগ রয়েছে। রাতেই দু’পক্ষের মধ্যস্থতায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে বলে গ্রামসূত্র জানায়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More