চুয়াডাঙ্গা ও মেহেরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

করোনার কারণে সংক্ষিপ্ত আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত : দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যবিধি মেনে কালো পতাকা উত্তোলন, দোয়া ও আলোচনাসভার আয়োজন করা হয়। মেহেরপুরে সংক্ষিপ্ত আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান শেষে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গায় পৃথক তিন স্থানে অলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জেলা বিএনপি ও যুবদলের ব্যানারে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য অ্যাড. শামিম রেজা ডালিম এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শেখপাড়াস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে স্বাস্থ্যবিধি মেনে কালো পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজু, বিএনপি নেতা রেজাউল করিম মুকুট, জেলা বিএনপির সদস্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি অ্যাড. শামীম রেজা ডালিম, জেলা বিএনপির আবু জাফর মণ্টু, কেন্দ্রীয় কৃষকদলের নেতা এসকে সাদী, বিএনপি নেতা রবিউল ইসলাম লিটন, আক্তারুজ্জামান আক্তার, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, সহসভাপতি তৌফিকুজ্জামান তৌফিক, যুগ্ম সম্পাদক রবিউল মল্লিক, বকুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এমএ তালহা, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল জাহিদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সাজিদ হাসান মালিক সজিব, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব মামুন, জেলা যুবদল নেতা আজাদুর রহমান আজাদ, মামুন মল্লিক, জেলা ছাত্রদল নেতা মতিউর রহমান মিশর, রানা হামিদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য অ্যাড. শামীম রেজা ডালম।
অপরদিকে, গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গা বড়বাজার রজব আলী সুপার মার্কেটস্থ চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে করোনা মহামারীর কারণে সংক্ষিপ্ত আকারে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুবক্কর সিদ্দিক আবুর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ও পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি। জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মহিলা দলের নেত্রী জাহানারা বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খালেদ মাহামুদ মিল্টন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল সালাম বিপ্লব, মহিলা দলের নেত্রী ও পৌর কাউন্সিলর শেফালী বেগম, পৌর বিএনপির সাবেক সহসভাপতি খায়রুল ইসলাম, জেলা মৎসজীবী দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবলু ও পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
এদিকে জেলা যুবদলের দফতর সম্পাদক মামুন রশিদ টনিক এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা যুবদল চুয়াডাঙ্গা প্রেসক্লাবে স্বাস্থ্যবিধি মেনে কালো ব্যাজ ধারণ করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ-উর-জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুল রশিদ ঝন্টু, সিনিয়র সহসভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, সহসভাপতি তৌফিকুজ্জামান তৌফিক, তানভির আহমেদ তানভির, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মল্লিক, বকুল হোসেন, অপূর্ব কুমার সাহা, সহসাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ আমির, সাইফুল ইসলাম সুমন, আবদার হোসেন রাজু, সহদফতর সম্পাদক হাসান বিশ্বাস আশা, সাইদুর রহমান, সহ-আইন বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত ফিরোজ, ক্রীড়া সম্পাদক আহনাফ শাহারিয়া সনি, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মেহেদি হাসান খান, মৎস্য ও পশু পালন বিষয়ক সম্পাদক সোহেল রানা টুটুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রানা। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তোফিক এলাহি, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মালিক রাহাত হাসান রাজিব, যুগ্ম আহ্বায়ক হাসমত আলী, রায়হানুল ইসলাম কাজল, চুয়াডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি, সদস্য সচিব আজিজুল হক, যুগ্ম আহ্বায়ক লিমন, সোলায়মান হক, মো. সাইফুল ইসলাম জনি, আতিকুর রহমান বাচ্চু, আমির আরাফাত অপু, দামুড়হুদা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান সেলিম, দর্শনা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দীন প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাও. আরিফ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে চাতাল মোড়স্থ মরহুম মহর আলীর বাগান বাড়িতে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। আলোচনাসভায় পৌর বিএনপির সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য আব্দুর জব্বার। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিন্টু, পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, বিএনপির নেতা আইনাল হক ও মতিয়ার রহমান। পৌর যুবদলের সভাপতি কনকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর যুবদলের সম্পাদক রেজাউল হক, যুবদল নেতা হাফিজুর রহমান চমক, গোলাম, আব্দুর রশিদ মালিথা, ছাত্রদল নেতা শুভ, আকাশ প্রমুখ। দোয়া পরিচালনা করেন কলেজপাড়া জামে মসজিদের ঈমাম মুফতি মাহাদি হাসান।
আসমানখালী প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আসর ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকদলের সভাপতি ওদুদ বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক দেলোয়ার জাহান ঝন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদল নেতা শহীদুল ইসলাম, বিপ্লব হোসেন, কালু মোল্লা প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাও. সেলিম রেজা ও টোকনুজ্জামান।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা বিএনপির আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৩৯তম শাহাদৎবার্ষিকী পালন করা হয়েছে। এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে বিন¤্র শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়। এছাড়া দলীয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। গতকাল শনিবার সকালে জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। সংক্ষিপ্ত আলোচনা শেষে অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, পৌর বিএনপির সহসভাপতি হাজী ফজলু খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান হাফি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আরজুল্লাহ মাস্টার বাবলু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, জেলা বিএনপির অন্যতম নেতা শাজাহান সাহান, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা যুবদলের সহসভাপতি মুশারফ হোসেন তপু, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সুজন, যুগ্ম সম্পাদক নওশেল আহমেদ রনি, মুজিবনগর উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক খোরশেদ আলম, জেলা ছাত্রদলের সহসভাপতি আকিব জাবেদ সেনজির, সহসভাপতি তৌফিক এলাহী শাকিল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাঈদ বিন রফিক সিজার, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফাহিম আহনাফ লিংকন প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More