গাজীপুরে একজন সাংবাদিকের নির্মম হত্যাকা-ের ঘটনাটি স্বাধীন সাংবাদিকতার ওপর একটি নগ্ন আঘাত। ঘটনার প্রাথমিক তদন্তের পর পুলিশ বলছে, বৃহস্পতিবার রাতে গাজীপুর শহরের চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের সামনে এক নারীকে মারধর করে বাদশা মিয়া নামে এক ব্যক্তি। এ সময় কয়েকজন লোক ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন তার মোবাইল ফোন দিয়ে ঘটনাটির ভিডিও ধারণ করেন। বিষয়টি টের পেয়ে তুহিনকে ভিডিও ডিলিট করতে বলে হামলাকারীরা। এ সময় নিজের পরিচয় দিয়ে ভিডিও ডিলিট করতে অস্বীকৃতি জানান তুহিন। পরে পাশের একটি মার্কেটের সামনে তাকে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।
ঘটনাটি একদিকে যেমন দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নির্দেশ করে, তেমনি অন্যদিকে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে একটি বিপজ্জনক সংকেত বহন করে। এ ধরনের ঘটনা কেবল সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পথেই বাধা সৃষ্টি করে না, সাধারণ নাগরিকের তথ্য জানার অধিকারও হরণ করে। দেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সংবাদকর্মীদের বারবার হুমকি, নিপীড়ন এবং কখনো কখনো প্রাণ হারানোর ঘটনা ঘটছে। বস্তুত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা এবং অপরাধীদের শাস্তি না হওয়ার কারণে বারবার সাংবাদিক হত্যার ঘটনা ঘটছে। আমরা আশা করব, গাজীপুরে সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার হবে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনা না গেলে এটি ভবিষ্যতের জন্য ভয়ংকর বার্তা হয়ে থাকবে। পুলিশ বলছে, গাজীপরের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করা হয়েছে; শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে। আমরা তা দেখার অপেক্ষায় রইলাম।
সাংবাদিকদের নিরাপত্তা বিধানে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে মনে করি আমরা। প্রথমত, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে পৃথক সুরক্ষা কাঠামো গড়ে তোলা দরকার। তৃতীয়ত, স্থানীয়ভাবে দুর্নীতি বা কোনো অপরাধের বিষয়ে রিপোর্ট করা হলে সাংবাদিকদের বিশেষ সুরক্ষা দেয়া জরুরি। শেষ কথা, গাজীপুরের এ হত্যাকা- যেন বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসাবে থেকে না যায়, বরং এটি হোক সাংবাদিক হত্যার বিচারের একটি নতুন সূচনা। আমরা নিহত সাংবাদিকের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং একইসঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
পূর্ববর্তী পোস্ট
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ : কাল শিরোপা লড়াইয়ে নামবেন যুবারা
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.