মাথাভাঙ্গা মনিটর: আলোচিত ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি ও অর্থপাচার মামলায় কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী ও তার ছেলে এবং ভারতের বর্তমান প্রধান বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে তলব করেছেন নয়াদিল্লির একটি আদালত। গতকাল শুক্রবার নয়াদিল্লির বিশেষ জজ আদালত নোটিশ জারির মাধমে এ আদেশ দিয়েছেন। বিশেষ জজ আদালতে এ মামলার শুনানি হয়েছে। আগামী ৮ মে হবে পরবর্তী শুনানি। আদালতের আদেশ অনুযায়ী, আগামী ৮ মে আদালতের এজলাসে হাজির হতে হবে সোনিয়া ও রাহুল গান্ধীকে। আদেশে বিচারক বিশাল গোগনে বলেছেন, ন্যায়বিচারের স্বার্থেই আগামী শুনানির দিন তাদের উপস্থিত থাকা জরুরি। ১৯৩৮ সালে ভারতের কয়েকজন স্বাধীনতা সংগ্রামীকে সঙ্গে নিয়ে ‘ন্যাশনাল হেরাল্ড’ প্রতিষ্ঠা করেন কংগ্রেসের সাবেক প্রেসিডেন্ট পন্ডিত জওহরলাল নেহেরু। প্রতিষ্ঠার অল্প কয়েকদিনের মধ্যেই এই ইংরেজি দৈনিক কংগ্রেসের মুখপাত্র হয়ে ওঠে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.