‘অসমাপ্ত আত্মজীবনী’সহ চার শতাধিক বই পুড়িয়ে দিলেন শিক্ষার্থীরা

বরগুনার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের লাইব্রেরি থেকে শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীসহ আওয়ামী লীগের প্রায় চার শতাধিক বই আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাস চত্বরে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানায়, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতন হয়। এরপর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে আওয়ামী সরকারের সকল চিহ্ন মুছে ফেলা হলেও বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের লাইব্রেরিতে ছিল শেখ মুজিব ও শেখ হাসিনাসহ আওয়ামী লীগের আরও অসংখ্য বই। পরে কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে লাইব্রেরিতে খুঁজে প্রায় চার শতাধিক বই বের করে আগুনে পুড়িয়ে দেন।

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের শিক্ষার্থী ও পলিটেকনিক ইনস্টিটিউট শাখার ছাত্রশিবিরের সভাপতি আবদুল বলেন, ‘লাইব্রেরিতে বঙ্গবন্ধুর কিছু বই ছিল। গত ৫ আগস্টের পর ওই বইগুলো থাকার কথা না। স্যারদের কাছে শিক্ষার্থীরা জানতে চেয়েছে বইগুলো আছে কিনা। তবে তারা বলেছিলেন বইগুলো সরিয়ে ফেলা হয়েছে। পরে লাইব্রেরিতে খুঁজে বইগুলো পাওয়া যায়। পরে কলেজের সামনে নিয়ে পুড়িয়ে ফেলা হয়।’

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শিহাব হোসাইন বলেন, কলেজের চার তলার একটি লাইব্রেরি রুম থেকে শেখ মুজিবের বিভিন্ন গল্পের বইসহ চার শতাধিক বই বের করা হয়। ছাত্রদলের কলেজ শাখার সদস্যরাসহ, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে এ বইগুলো খুঁজে বের করে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।

এ বিষয়ে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিল চন্দ্র কীর্তুনিয়া বলেন, ‘আমি গত দেড় মাস আগে এখানে যোগদান করেছি। বিগত সরকারের ওই বইগুলো ছিল। এর আগে যিনি দায়িত্বে ছিলেন তিনি আমাকে বলেছেন সম্মুখে কোনো বই রাখা নেই। তবে কলেজে পরীক্ষা চলায় কোথায় কোনো বই রাখা হয়েছে তা সম্পূর্ণভাবে খোঁজ নিতে পারিনি। শিক্ষার্থীরা লাইব্রেরিতে গিয়ে ডেকে রাখা বইগুলো বের করে পুড়িয়ে ফেলেছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More