আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলামের সুস্থতা কামনা ও মাইলস্টোনে বিমানে দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে আলমডাঙ্গায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সম্মেলন কক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে আলমডাঙ্গার বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন। বিশিষ্ট সাংবাদিক ও আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি রহমান মুকুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এন এইচ শাওন, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল পিন্টু, আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরী, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের কোষাধ্যক্ষ এ বি এম সিদ্দিকুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরাফত রাসেল, শিক্ষা সম্পাদক আহসান কবির বকুল প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. ইলিয়াস আব্দুল্লাহ।
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.