আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার দোয়ারপাড়ায় ঘটেছে চাঞ্চল্যকর চুরির ঘটনা। ডিএমপির সাবেক কমিশনার শফিকুল ইসলামের পৈতৃক বাড়িতে সোমবার দিনগত গভীর রাতে দুর্ধর্ষভাবে চুরি সংঘটিত হয়। চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে চোরচক্র প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার, ২০ ভরি রৌপ্য গহনা ও নগদ প্রায় এক লাখ টাকা লুট করে নেয়। শফিকুল ইসলামের ছোট ভাই এবং আলমডাঙ্গা একাডেমির প্রধান শিক্ষক এনামুল হক জানান, রাতের খাবার শেষে পরিবারের সকলে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক রাত ২টার দিকে হঠাৎ তার মেয়ের চিৎকারে ঘুম ভাঙলেও শরীর উঠছিল না তিনি প্রায় অচেতন ছিলেন। পরে প্রতিবেশীদের চেঁচামেচিতে পুরোপুরি জ্ঞান ফেরে। ততক্ষণে চোরচক্র তাদের কাজ সেরে পালিয়ে গেছে। মেয়ে জানায়, এক কালো রঙের, গোফওয়ালা ছোটখাটো ব্যক্তি তার রুমে ঢুকে গলার চেইন খুলে নেয়ার চেষ্টা করে। সে চোরের হাত চেপে ধরে ফেললে চোর দ্রুত পালিয়ে যায়। এনামুল হক আরও জানান, চোরেরা ডাইনিং রুমের দরজার হ্যাজবল কৌশলে খুলে ভেতরে প্রবেশ করে তিনটি রুমে ঢোকে। তার রুমের আলমারি থেকে সোনার ও রুপার গহনা এবং স্কুলের অফিসিয়াল টাকা চুরি করে। চোরচক্র পালানোর সময় তার ঘরের দরজাও বাইরে থেকে আটকিয়ে যায়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান (পিপিএম) জানান, ঘটনার পরপরই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। চুরির ঘটনার রহস্য উদঘাটন এবং চোরচক্রকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পরদিন মঙ্গলবার চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস, জেলা গোয়েন্দা সংস্থার ইনচার্জ মশিয়ার রহমান এবং জেলা সাইবার ইউনিট ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রসঙ্গত, শফিকুল ইসলাম একজন অবসরপ্রাপ্ত সিনিয়র পুলিশ কর্মকর্তা। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৪তম কমিশনার হিসেবে ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি সিআইডির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। এই ঘটনা এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পূর্ববর্তী পোস্ট
আলমডাঙ্গায় আলোর উৎসব : কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় উজ্জ্বল মিলনায়তন
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.