মাথাভাঙ্গা মনিটর: নীতা মুকেশ আম্বানি একজন ভারতীয় ব্যবসায়ী। তিনি রিলায়েন্স ফাউন্ডেশন, ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। শুধু তাই নয়, তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পরিচালকও। তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানির স্ত্রী। আম্বানি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম। সম্প্রতি এক প্রতিবেদনে নীতা আম্বানির পান করা প্রিয় চায়ের কাপের দাম উঠে এসেছে। ‘ইন্ডিয়া ডট কম’ সহ একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, নীতা আম্বানির পান করা এক কাপ চায়ের দাম নাকি ৩ লাখ টাকা। সেই চায়ের কাপের সেটের দাম ১.৫ কোটি টাকা। প্রশ্ন উঠতেই পারে যে, এমন কী জিনিস দিয়ে তৈরি এই কাপ, যার এত দাম রয়েছে? তারও উত্তর সামনে আসছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.