কুষ্টিয়ার পদ্মায় নৌকাডুবি, ভেড়ামারার ৪ শ্রমিক নিখোঁজ

কৃুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া কুমারখালীর চরসাদিপুর এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবে চারজন শ্রমিক নিখোঁজ হয়েছেন। ৯ শ্রমিক সাঁতরে কূলে উঠলেও অপর চারজন ভেসে নিখোঁজ হন। মঙ্গলবার (জুলাই) সকালে কুষ্টিয়া-পাবনা জেলার সীমানাসংলগ্ন নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে ১৩ জন শ্রমিকসহ ইঞ্জিনচালিত একটি নৌকা পদ্মা নদী পাড়ি দিয়ে কুমারখালী অভিমুখে আসছিল। এ সময় বৈরী আবহাওয়া এবং স্রোতের টানে নৌকাটি ডুবে যায়। এতে ১৩ জন শ্রমিকের মধ্যে ৯ জন সাঁতরে প্রাণ রক্ষা করতে পারলেও চার শ্রমিক পানির তোড়ে ভেসে নিখোঁজ হন। খবর পেয়ে পাবনা ও কুমরাখালী ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। তবে ভরা বর্ষায় নদীতে প্রচণ্ড ঢেউয়ের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে নিখোঁজ শ্রমিকরা ভেসে দূরে চলে গেছে বলে ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা প্রাথমিকভাবে ধারণা করছেন। নিখোঁজ শ্রমিকরা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর, জামালপুর ও বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। এদিকে নিখোঁজদের উদ্ধারে ডুবুরিদলমকে খবর দেওয়া হয়েছে। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজদের উদ্ধার করেতে পারেনি।
কুষ্টিয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, উদ্ধার তৎপরতা চলছে। খুলনা থেকে ডুবুরিদল পৌঁছানোর পর সমন্বিতভাবে উদ্ধার কাজ শুরু হবে। কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান জানান, নিখোঁজদের উদ্ধারের বিষয়টি অতি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কুমারখালী ও পাবনার ফায়ার সার্ভিস টিমসহ রাজশাহীর ডুবুরিদল এসে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More