গাজাগামী নৌবহর ‘সুমুদ ফ্লোটিলা’ আটকানোর ঘটনায় তীব্র প্রতিবাদ

স্টাফ রিপোর্টার:গাজাগামী আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর ‘সুমুদ ফ্লোটিলা’ ইসরাইলি বাহিনী আটকে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি (বিসিআরএস) নামের একটি সংগঠন।

রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই প্রতিবাদ জানানো হয়।

মানববন্ধনে সংগঠনটির চেয়ারম্যান জাকির হোসেন বলেন, গাজাগামী আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর আটকানোর ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বহরে থাকা ত্রাণ অবশ্যই নিরাপদে গাজায় পৌঁছে দিতে হবে। ইসরাইলকে আন্তর্জাতিক আইন মানতে হবে।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, অবরুদ্ধ গাজা ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে। দুই বছরেরও কম সময়ে ৬৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশ নারী ও শিশু। এমন পরিস্থিতিতে ত্রাণবাহী এই ফ্লোটিলা ছিল গাজাবাসীর জন্য আশার প্রতীক, কিন্তু ইসরাইলের এই পদক্ষেপ বৈশ্বিক মানবতাকে চ্যালেঞ্জ জানিয়েছে।

সংগঠনের নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ত্রাণবাহী বহরে থাকা বিদেশি কর্মীদের আটক করার খবর আমরা গভীর উদ্বেগের সঙ্গে জেনেছি। জাতিসংঘের জরুরি হস্তক্ষেপের মাধ্যমে তাদের মুক্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে।

মানববন্ধন থেকে বক্তারা ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) ও বিশ্ব শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ইসরাইলের অবৈধ কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং আটক ফ্লোটিলার সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে।’

মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোকেও এই বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More