মাথাভাঙ্গা মনিটর: অবরুদ্ধ গাজায় বর্বর ইসরাইলি বাহিনীর হামলায় শুক্রবার আরও ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবরে বলা হয়, শুক্রবার মধ্য গাজার বুরেইজ এলাকায় ইসরাইলি বাহিনীর হামলায় একই পরিবারের ৯ সদস্য নিহত হয়েছেন। এছাড়াও ইসরাইলি সেনাবাহিনী এদিন ‘গাজা ফ্রিডম ফ্লোটিলা’ নামের একটি জাহাজে হামলা চালিয়েছে। সেখানে ৩০ জন ফিলিস্তিনিপন্থি কর্মী ছিলেন। তবে এতে কেউ হতাহত হয়নি বলে উল্লেখ করা হয়েছে। গাজার মানবিক সমন্বয়ক আমজাদ শাওয়া আল জাজিরাকে বলেন, ‘পুরো গাজা উপত্যকা এখন অনাহারে ভুগছে। ৬০ দিনের অবরোধে শিশুদের অপুষ্টিতে মৃত্যু আরও বাড়ছে’। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৪০ দিনের যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত ২,৩০৮ জন নিহত এবং ৫,৯৭৩ জন আহত হয়েছেন
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.