চিরনিদ্রায় শায়িত হলেন চুয়াডাঙ্গার গুণি জ্ঞানতাপস মকবুলার রহমান

মুন্সিগঞ্জ প্রতিনিধি: গুণি মানুষ জ্ঞানতাপস মকবুলার রহমান চিরনিদ্রায় শায়িত হয়েছেন। শুক্রবার বাদ জুম্মা মুন্সিগঞ্জ ফুটবল মাঠে নামাজে জানাজা শেষে পাশর্^বর্তী কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হয়। নামাজে জানাজায় অসংখ্য মানুষ শরিক হন। এর আগে চুয়াডাঙ্গা প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তরফে তাকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান নেতৃবৃন্দ।
চুয়াডাঙ্গা আলমডাঙ্গার মরহুম ডা. মকছুদ আলীর একমাত্র ছেলে মকবুলার রহমান আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেই শুধু নয়, জেহালা ইউনিয়নের প্রেসিডেন্ট, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বহু পদে অধিষ্ঠিত হয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি, সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্যসহ সামাজিক বিভিন্ন সংগঠন গঠনের মধ্য দিয়ে সামাজিক দায়িত্বপালন করে অনুকরনীয় দৃষ্টান্ত স্থাপন করেন মকবুলার রহমান। সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে শেষ নিশ^াস ত্যাগ করেন মকবুলার রহমান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। মরদহে মুনিগঞ্জস্থ নিজ বাড়িতে নেয়া হয়। তাকে শেষবারের মতো দেখতে এলাকার নারী পুরুষ ভিড় জমান। শুক্রবার সকাল থেকে ভিড়ের মাত্রা বাড়তে থাকে। চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, সহ সভাপতি কামাল উদ্দীন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সহ সাধারণ সম্পাদক ইসলাম রকিব, অর্থ সম্পাদক আতিয়ার রহমান, সদস্য মিজানুল হক মিজান, জামান আক্তার, খায়রুল ইসলামসহ অনেকেই মরহুমের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। মুন্সিগঞ্জ ফুটবল মাঠে নামাজে জানাজা হয়। আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির ডাক্তার, চুয়াডাঙ্গা লেখক সংঘের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শরিফুজ্জামান শরিফ, নাজমুল হক স্বপন, আলমডাঙ্গা বিএনপির সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিমসহ এলাকার অসংখ্য মসুল্লি আত্মীয় স্বজন শরীক হন। নামাজে জানাজায় ইমামতির দািয়ত্ব পালন করেন মাওলানা ইয়ামিন হোসাইন।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More