স্টাফ রিপোর্টার: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার নতুন বাজার ও ভালাইপুর মোড় এলাকায় বৃহস্পতিবার১৬ অক্টোবর অভিযান পরিচালিত হয়েছে।
সকাল ১১.৩০ থেকে ০১.৩০ পর্যন্ত পরিচালিত এই তদারকি অভিযানে বীজ, কীটনাশক, ঔষধ ও গ্যাসের দোকান পরিদর্শন করা হয়।
অভিযানকালে নির্ধারিত দামের চেয়ে বেশি দাম রাখা এবং অবৈধভাবে গ্যাস মজুদ করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ও ৫২ ধারা অনুসারে নতুন বাজারস্থ মেসার্স হাবিল এন্ড সন্সকে ৫ হাজার টাকা এবং ভালাইপুর মোড়ের মেসার্স রানা ক্রোকারিজকে ১৫ হাজার টাকাসহ সর্বমোট ২০ বিশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময় ব্যবসায়ীদের সংশ্লিষ্ট মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য/গ্যাস ক্রয়-বিক্রয় করা, এবং মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ/বীজ বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি জনাব মো: রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.