স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় তারুণ্যের উৎসব বালক-বালিকাদের অ্যাথলেটিক্স-গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে এ প্রতিযোগিতা শুরু হয়। ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ খ্রি. অনুযায়ী তৃণমূল পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা শহরের ১১টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের অনূর্ধ্ব ১৪ বালক বালিকারা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দিনব্যাপী বালক-বালিকা ৪টি গ্রুপের ২২টি ইভেন্টের প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশী। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজন, চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য ও ফুটবল কোচ বাবু মুন্সী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাবেক ক্রিকেটার রিমন মন্ডল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন। অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও গ্রামীণ খেলাধুলা পরিচালনা করেন ইসলাম রকিব, ফিরোজ উদ্দিন, আব্দুল হাই, হাফিজুর রহমান, বিলকিস নাহার, আইরিন ইসলাম, দিলরুবা খুকু, সাইফুল ইসলাম ও খাজের আলী।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.