স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলায় দেয়া ৫ অক্টোবরের সাক্ষাৎকারটি বড় পর্দায় সম্প্রচার করেছে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) চুয়াডাঙ্গা জেলা শাখা। বৃহস্পতিবার(১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় চুয়াডাঙ্গা দৌলতদিয়াড়ে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাশে এ সম্প্রচার অনুষ্ঠিত হয়। জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) চুয়াডাঙ্গা জেলা শাখার স্থানীয় নেতা-কর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ অনুষ্ঠানে অংশ নেন। সম্প্রচারের সময় উপস্থিত দর্শকরা করতালি ও স্লোগানে মুখর করে তোলেন চারপাশ। আয়োজকরা জানান, জনগণের কাছে সত্য ও তারেক রহমানের বক্তব্য পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানটি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এসময় উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আমানুল্লাহ বাবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেন শেখ রিপনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.